Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railways: এয়ারপোর্টের মতো লাগেজ চেক ট্রেনে? সত্যিটা জানাল রেল মন্ত্রক

ভ্রমণপ্রেমীদের মধ্যে হঠাৎই এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল—এবার কি ট্রেনে উঠতেও লাগেজ ওজন করতে হবে? এয়ারপোর্টের মতো কি লাগেজ লিমিট ঠিক করবে রেলওয়ে? এমন প্রশ্নেই গত কয়েক দিন ধরে সোশ্যাল…

Avatar

ভ্রমণপ্রেমীদের মধ্যে হঠাৎই এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল—এবার কি ট্রেনে উঠতেও লাগেজ ওজন করতে হবে? এয়ারপোর্টের মতো কি লাগেজ লিমিট ঠিক করবে রেলওয়ে? এমন প্রশ্নেই গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়া এবং যাত্রী মহলে তুমুল আলোড়ন চলছিল। কিন্তু অবশেষে সেই জল্পনায় পূর্ণচ্ছেদ টানলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।রেলমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, রেলওয়ে লাগেজ ওজন নিয়ে কোনও নতুন নিয়ম আনেনি। বহু বছর ধরেই ট্রেনে নির্দিষ্ট পরিমাণে লাগেজ বহনের নিয়ম আছে এবং সেই অনুযায়ী অতিরিক্ত লাগেজ চাইলে বুকিংয়ের ব্যবস্থা করা যায়। তবে অতিরিক্ত লাগেজ বহনের জন্য যাত্রীদের আলাদা করে জরিমানা দিতে হবে—এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান তিনি।

যাত্রীদের বিভ্রান্তির কারণ

কিছু দিন আগে খবর ছড়ায়, এয়ারপোর্টের মতো এবার রেলেও লাগেজ স্ক্যান ও ওজন করা হবে। জানা যায়, প্রথমে **প্রয়াগরাজ জংশন** থেকে এই নিয়ম শুরু হবে এবং প্ল্যাটফর্মে প্রবেশের আগেই লাগেজ ওজন করা হবে। অতিরিক্ত লাগেজ পেলে যাত্রীকে বুকিং না থাকলে জরিমানা গুনতে হবে, যা হবে বুকিং চার্জের ছয় গুণ পর্যন্ত। এছাড়াও লাগেজের আকারের উপরও বিধিনিষেধ জারি করা হবে বলে দাবি করা হয়েছিল। এই খবর প্রকাশ্যে আসতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অফিসযাত্রী হোক কিংবা দূরপাল্লার ভ্রমণকারী—সবাই ভাবতে শুরু করেছিলেন এবার ট্রেনযাত্রাও এয়ারপোর্টের মতো কড়াকড়ি হয়ে উঠবে।

রেলমন্ত্রীর ব্যাখ্যা

অশ্বিনী বৈষ্ণব জানান, রেলের লাগেজ সংক্রান্ত নিয়ম নতুন কিছু নয়। বহু দিন ধরেই নির্দিষ্ট সীমার মধ্যে লাগেজ বহন করার নিয়ম চালু আছে। তবে তার বাইরে যদি যাত্রী বেশি লাগেজ বহন করতে চান, তবে সেটি আলাদা করে বুক করা যায়। এতে যাত্রীদের কোনও ধরনের অসুবিধা হয় না এবং আলাদা জরিমানার প্রশ্নও ওঠে না।

ট্রেনে লাগেজ সংক্রান্ত নিয়ম কী?

  • যাত্রী টিকিটের সঙ্গে নির্দিষ্ট পরিমাণে লাগেজ ফ্রি বহন করা যায়।
  • এর বাইরে থাকলে আলাদা চার্জ দিয়ে লাগেজ বুক করতে হয়।
  • অতিরিক্ত লাগেজ বহনের জন্য আলাদা জরিমানার নিয়ম নেই।
  • লাগেজ বুকিং কাউন্টার থেকে বুকিং করলে সহজেই সমস্যা মেটে।
About Author