ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা খেসারী লাল যাদব আবারও ইন্টারনেটে শিরোনামে উঠে এসেছেন। তাঁর অভিনয় এবং গান ভক্তদের হৃদয় জয় করে নিয়েছে আগেই। এবার তাঁর নতুন সুহাগরাত স্পেশাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।খেসারী লালের গান মানেই দর্শকদের মধ্যে অন্যরকম উন্মাদনা। নতুন ভিডিও মুক্তি পেলেই ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। তবে পুরনো ভিডিওগুলিও ইন্টারনেটে ভাইরাল হতে দেখা যায়। এবারও ব্যতিক্রম নয়। ‘Jara ke Baitariya’ নামের গানটিতে খেসারী লাল যাদবকে এক ভোজপুরি অভিনেত্রীর সঙ্গে ফুল দিয়ে সাজানো বিছানায় রোমান্স করতে দেখা গিয়েছে। ভিডিওটিতে নববধূ সেজে থাকা নায়িকার আবেদনময়ী উপস্থিতি ভক্তদের মন কাড়ছে।এই ভিডিওতে খেসারী লালের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ইন্দু সোনালী। গানের লিরিক্স লিখেছেন আজাদ সিং। ইউটিউব চ্যানেল Bhojpuriya TV-তে গানটি প্রকাশের পর থেকেই দর্শকদের ভিড় উপচে পড়ছে। প্রকাশের অল্প সময়ের মধ্যেই ভিডিওটি দুই লক্ষাধিক ভিউ পেয়েছে এবং কমেন্ট সেকশন ভরে উঠেছে প্রশংসায়।খেসারী লাল যাদবের রোমান্টিক গান বরাবরই ভক্তদের কাছে বিশেষ জনপ্রিয়। তাই এই ভিডিওতেও তাঁদের জুটির কেমিস্ট্রি দর্শকদের বারবার দেখতে বাধ্য করছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার এবং রিঅ্যাকশনের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, খেসারীর এই ধারাবাহিক জনপ্রিয়তা ভোজপুরি ইন্ডাস্ট্রির মিউজিক ভিডিও সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।