টেলিকম বাজারে আবারও নতুন দিশা দেখাল জিও। গ্রাহকবান্ধব মূল্য নির্ধারণের কৌশলেই প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে গেল সংস্থাটি। ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা দীর্ঘদিন ধরেই চলছে। একদিকে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া (Vi), অন্যদিকে জিও। কিন্তু সাম্প্রতিক মূল্য তালিকা ও ডেটা সুবিধার নিরিখে দেখা যাচ্ছে, জিও এখন তুলনামূলকভাবে সাশ্রয়ী পরিষেবা দিচ্ছে।বিশ্লেষণ সংস্থা BNP Paribas-এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, জনপ্রিয় প্রিপেইড প্ল্যানগুলির দামের দিক থেকে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার মধ্যে বড় ফারাক নেই। কিন্তু ডেটা সরবরাহের ক্ষেত্রে জিও অনেক বেশি সুবিধা দিচ্ছে গ্রাহকদের।উদাহরণস্বরূপ, ২৮ দিনের জন্য ১.৫ জিবি ডেটার প্ল্যান জিওতে পাওয়া যাচ্ছে ২৯৯ টাকায়। একই পরিষেবার জন্য এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া উভয়েই ৩৪৯ টাকা চার্জ করছে। অর্থাৎ প্রতি মাসে ৫০ টাকা সাশ্রয় করছেন জিও গ্রাহকরা। ঠিক একইভাবে, ২ জিবি ডেটার দৈনিক প্ল্যান জিওতে ৩৪৯ টাকায় মিললেও এয়ারটেলে খরচ ৩৯৮ টাকা এবং ভোডাফোন আইডিয়ায় ৩৬৫ টাকা। ফলে ব্যবহারকারীরা যথাক্রমে ৪৯ ও ১৬ টাকা পর্যন্ত কম খরচ করছেন।বার্ষিক প্ল্যানেও একই সুবিধা দেখা যাচ্ছে। জনপ্রিয় ৩,৫৯৯ টাকার প্ল্যানে জিও প্রতিদিন ২.৫ জিবি ডেটা সরবরাহ করছে। সেখানে প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলি দিচ্ছে মাত্র ২ জিবি ডেটা। তবে গ্রাহকদের জন্য কিছু হতাশার খবরও এসেছে। জিও সম্প্রতি তাদের জনপ্রিয় ২৪৯ টাকার এন্ট্রি-লেভেল প্ল্যানটি অনলাইন রিচার্জ থেকে সরিয়ে নিয়েছে। যদিও ফিজিক্যাল স্টোর থেকে এখনো এই প্ল্যান নেওয়া সম্ভব। পাশাপাশি, ২০৯ টাকার একটি প্ল্যান কেবলমাত্র মাইজিও (MyJio) অ্যাপ-এ সীমাবদ্ধ রাখা হয়েছে। শুধু ভয়েস কল ব্যবহারকারীদের জন্য ১৮৯ টাকার একটি প্ল্যান চালু রয়েছে, যেখানে ২৮ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল, এসএমএস এবং ২ জিবি ডেটা দেওয়া হচ্ছে।অন্যদিকে, কিছু সাশ্রয়ী প্ল্যান যেমন ২৪৯ ও ২০৯ টাকার প্যাক বন্ধ হয়ে যাওয়ায় এখন ব্যবহারকারীদের তুলনামূলকভাবে বেশি দামের রিচার্জ করতে হচ্ছে। এই পরিবর্তন শুধু জিওতেই সীমাবদ্ধ নয়, প্রতিদ্বন্দ্বী টেলিকম সংস্থাগুলিও একই পথে হাঁটছে। টেলিকম বিশ্লেষকদের মতে, এর ফলে টেলিকম সংস্থাগুলির গড় আয় বা ARPU (Average Revenue Per User) বাড়বে।