Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Video: পবন সিং ও নায়িকার হট কেমিস্ট্রি ভাইরাল, দর্শক বলছেন – ‘চোখে আগুন লাগছে’

ভোজপুরি গানের দুনিয়ায় আবারও তুমুল চর্চায় উঠে এসেছেন পবন সিং। তাঁর একটি পুরনো মিউজিক ভিডিও নতুন করে ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তিন বছর আগে মুক্তি পাওয়া এই ভিডিও এখনো…

Avatar

ভোজপুরি গানের দুনিয়ায় আবারও তুমুল চর্চায় উঠে এসেছেন পবন সিং। তাঁর একটি পুরনো মিউজিক ভিডিও নতুন করে ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তিন বছর আগে মুক্তি পাওয়া এই ভিডিও এখনো দর্শকদের মুগ্ধ করে রেখেছে।ভিডিওটিতে দেখা যাচ্ছে, কালো কুর্তায় অত্যন্ত স্টাইলিশ লুকে হাজির হয়েছেন পवन সিং। আর তাঁর সঙ্গে রয়েছেন এক জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী, যিনি কালো শাড়িতে নজর কাড়ছেন দর্শকের। নামের মতোই গানে ধরা পড়েছে রোমান্টিক আবহ। গানটিতে পাখির চোখ করা হয়েছে দু’জনের রসায়নে, যেখানে তাঁদের ঘনিষ্ঠ দৃশ্য ভক্তদের প্রশংসা কুড়োচ্ছে।ইতিমধ্যেই ভিডিওটি ইউটিউবে ১০ মিলিয়ন ভিউস পার করেছে। উল্লেখযোগ্য বিষয়, গানটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রায় তিন বছর আগে, তবু এর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে এর ভিউ বাড়ছে আরও দ্রুত।ইউটিউবের একটি মিউজিক চ্যানেলে আপলোড হওয়া এই ভিডিওতে পবন সিং ও তাঁর সহ-অভিনেত্রীর কেমিস্ট্রি নিয়েই চলছে আলোচনা। দর্শকদের মতে, তাঁদের চোখে পড়ার মতো রোমান্টিক অভিনয়ই গানটিকে এত জনপ্রিয় করেছে। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্স ভরে যাচ্ছে ভক্তদের প্রশংসায়।ভোজপুরি সিনেমা ও গানের জগতে পবন সিং এমনিতেই পরিচিত নাম। কখনও তাঁর নতুন গান মুক্তি পেতেই হইচই ফেলে দেয়, কখনও আবার পুরনো গান নতুন করে জায়গা করে নেয় ভক্তদের মনে। সাম্প্রতিক এই ভাইরাল ভিডিও আবারও প্রমাণ করল, জনপ্রিয়তায় তিনি একধাপ এগিয়ে।
About Author