Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Video: ভক্তদের প্রশংসার বন্যা, জারিনের সঙ্গে রোমান্সে আগুন জ্বালালেন পবন সিংহ

বলিউডে আরও একবার বাজিমাত করলেন ভোজপুরি সিনেমার পাওয়ার স্টার পवन সিংহ। নতুন রোমান্টিক গান ‘প্যারে মে হ্যায় হাম’ মুক্তি পেতেই চমকে দিল ভিউয়ারশিপ। গানটি প্রকাশের মাত্র তিন ঘণ্টার মধ্যে ৫…

Avatar

বলিউডে আরও একবার বাজিমাত করলেন ভোজপুরি সিনেমার পাওয়ার স্টার পवन সিংহ। নতুন রোমান্টিক গান ‘প্যারে মে হ্যায় হাম’ মুক্তি পেতেই চমকে দিল ভিউয়ারশিপ। গানটি প্রকাশের মাত্র তিন ঘণ্টার মধ্যে ৫ লক্ষ ৪০ হাজার ভিউ পেরিয়ে গিয়েছে। ইউটিউবে এটি এখন ট্রেন্ডিং তালিকায় শীর্ষে।পাশাপাশি, গানটিতে পবন সিংহের সঙ্গে রয়েছেন বলিউড অভিনেত্রী জারিন খান। তাদের রসায়ন দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলেছে। ইতিমধ্যেই গানটিতে ১ লক্ষ ২০ হাজারেরও বেশি লাইক পড়েছে, মন্তব্য সংখ্যা ছাড়িয়েছে ২৫ হাজার। ভক্তদের প্রতিক্রিয়ায় স্পষ্ট, গানটি একেবারেই হিট।

গানের বিশেষত্ব

এই রোমান্টিক গানের পটভূমি একটি সিনেমার সেটে। সেখানে দেখা যাচ্ছে, শুটিংয়ের পাশাপাশি পবন সিংহ ও জারিন খানের চরিত্র প্রেমে ডুবে যাচ্ছে। বর্ষার আবহে ভিজতে ভিজতেই ধরা দিয়েছে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি। গানে কণ্ঠ দিয়েছেন পায়েল দেব ও  পবন সিংহ। পায়েল দেবই গানের সুরকার, আর মিউজিক অ্যারেঞ্জ করেছেন আদিত্য দেব। গানটি মুক্তি পেয়েছে টি-সিরিজের ব্যানারে।

গানের কথা ও টিম

গানের লিরিক্স লিখেছেন কুনাল বর্মা। পরিচালনা করেছেন দিলশের সিং ও কুলশপাল সিং। নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন শুভম। গানটির লাইন— “আজ প্রথমবার হাসল এই মন, তুমি এলে জীবনে আমার… আজ থেকে প্রেমে আছি আমরা”— ইতিমধ্যেই দর্শকদের মনে দাগ কেটেছে।

দর্শক প্রতিক্রিয়া

ভক্তরা সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “এমন গলা আর কেউ তুলতে পারবে না, সিংগিংয়ের কিং।” আরেকজন মন্তব্য করেছেন, “এমন গান আজকাল বছরে একবারও হয় না, অপেক্ষা করা যায় যুগের পর যুগ।” এমনকি একজন লিখেছেন, “সব থাকুক পেন্ডিং-এ, পাওয়ার স্টার থাকুক ট্রেন্ডিং-এ।”
About Author