Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন শর্ত ট্রেন সফরে, প্রয়াগরাজে শুরু লাগেজ স্ক্যানিং, এবার ব্যাগেও নজর ট্রেনযাত্রায়

ট্রেনে যাতায়াত সবসময়ই দেশের কোটি কোটি মানুষের ভরসার পরিবহন। এবার সেই অভিজ্ঞতায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়—লাগেজ স্ক্যানিং সিস্টেম। উত্তর-মধ্য রেলের অন্তর্গত প্রয়াগরাজ ও প্রয়াগরাজ ছিওকি স্টেশনে শুরু হয়েছে…

Avatar

ট্রেনে যাতায়াত সবসময়ই দেশের কোটি কোটি মানুষের ভরসার পরিবহন। এবার সেই অভিজ্ঞতায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়—লাগেজ স্ক্যানিং সিস্টেম। উত্তর-মধ্য রেলের অন্তর্গত প্রয়াগরাজ ও প্রয়াগরাজ ছিওকি স্টেশনে শুরু হয়েছে এই বিশেষ ব্যবস্থা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী সুরক্ষা ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই শুরু হয়েছে এই পাইলট প্রোজেক্ট।

যাত্রীদের জন্য নির্ধারিত লাগেজের ওজনসীমা আগে থেকেই নির্ধারিত ছিল। তবে দীর্ঘদিন সেই নিয়ম কার্যত অকার্যকর ছিল। অনেকে বেশি ওজনের বা বড় মাপের ব্যাগ বহন করলেও কোনও ব্যবস্থা নেওয়া হত না। এবার লাগেজ স্ক্যানিং মেশিন বসানোয় স্পষ্ট বার্তা দিয়েছে রেল কর্তৃপক্ষ—নিয়ম ভাঙলেই দিতে হবে বাড়তি ফি বা জরিমানা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পরীক্ষামূলক শুরু

প্রথমে ছোট আকারে শুরু হলেও পরিকল্পনা আরও বড়। রেল দপ্তর জানিয়েছে, প্রয়াগরাজ ও প্রয়াগরাজ ছিওকিতে শুরু হলেও ধীরে ধীরে দেশের অন্যান্য ব্যস্ত স্টেশনেও একই নিয়ম কার্যকর করা হবে। সফল হলে মুম্বই, দিল্লি, কলকাতা, হাওড়া বা চেন্নাইয়ের মতো মেট্রো শহরের স্টেশনেও এই প্রক্রিয়া চালু হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ট্রেন কোচে অযথা মালপত্রের ভিড়ও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

কেন জরিমানা?

রেল কর্মকর্তাদের মতে, বেশি সংখ্যক ব্যাগ বা অতিরিক্ত ওজনের পার্সোনাল লাগেজ নিয়ে কোচে ওঠায় যাত্রীদের অসুবিধা বয়স ধরে আসছে। অনেক সময় দেখা যায়, সিট বা কোচে অযথা মালপত্রে ভিড় হয়ে যায়। এতে যেমন সাধারণ যাত্রীদের ভ্রমণের আরাম নষ্ট হয়, তেমনই সুরক্ষার সমস্যাও তৈরি হয়। লাগেজ স্ক্যানিং প্রক্রিয়া চালু হলে যাত্রীরা সচেতন হবেন এবং অযথা ওজন বহন কমাবেন বলে আশা প্রকাশ করেছেন রেল দফতর।

যাত্রী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য

পরীক্ষামূলক ধাপ সফল হলে দেশের সব ব্যস্ত রেলস্টেশনে লাগেজ স্ক্যান বাধ্যতামূলক হয়ে উঠতে পারে। ঠিক যেমন টিকিট চেক ছাড়া ট্রেনে ওঠা সম্ভব নয়, তেমনই ভবিষ্যতে লাগেজ চেকও প্রতিটি যাত্রীর রুটিন হয়ে দাঁড়াবে। বিশেষজ্ঞদের মতে, এই ব্যবস্থা কার্যকর হলে কোচ আরও আরামদায়ক ও নিরাপদ হয়ে উঠবে।

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

১. লাগেজ স্ক্যান বাধ্যতামূলক হবে কবে থেকে? – আপাতত প্রয়াগরাজ ও প্রয়াগরাজ ছিওকি স্টেশনে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। ধীরে ধীরে অন্যান্য স্টেশনেও চালু হবে।

২. অতিরিক্ত লাগেজ থাকলে কী হবে? – যাত্রীদের নির্দিষ্ট ওজনসীমা অতিক্রম করলে জরিমানা বা অতিরিক্ত ফি দিতে হবে।

৩. সব স্টেশনে কি এই নিয়ম কার্যকর হবে? – সফল হলে দেশের সকল ব্যস্ত স্টেশনে ধাপে ধাপে লাগু করা হবে।

৪. এর ফলে যাত্রীরা কী সুবিধা পাবেন? – কোচে ভিড় ও বিশৃঙ্খলা কমবে, সুরক্ষা বাড়বে এবং ভ্রমণ আরও আরামদায়ক হবে।

৫. ওজনসীমা কতটা নির্দিষ্ট রাখা হয়েছে? – রেল কর্তৃপক্ষের পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী ওজনসীমা একই রয়েছে, তবে এ বার তা কঠোরভাবে কার্যকর করা হবে।

About Author