Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন, এই ডকুমেন্টগুলি না থাকলে বাদ যাবে নাম?

ভোটার তালিকায় নাম রাখার দৌড়ে আপনি কতটা প্রস্তুত? পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে আগস্ট মাস থেকেই শুরু হতে চলেছে Special Intensive Revision 2025, অর্থাৎ, ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ। নির্বাচন কমিশনের নির্দেশে…

Avatar

ভোটার তালিকায় নাম রাখার দৌড়ে আপনি কতটা প্রস্তুত? পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে আগস্ট মাস থেকেই শুরু হতে চলেছে Special Intensive Revision 2025, অর্থাৎ, ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ। নির্বাচন কমিশনের নির্দেশে BLO (Booth Level Officer)-রা যাবেন প্রতিটি বাড়িতে, যাচাই করবেন তথ্য এবং নথি। প্রক্রিয়া যে কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝা যাচ্ছে বিহারের সাম্প্রতিক অভিজ্ঞতা থেকেই— লক্ষ লক্ষ নাম তালিকা থেকে বাদ গিয়েছে। একই ছবি দেখা যেতে পারে পশ্চিমবঙ্গেও।

কী এই নিবিড় সংশোধন প্রক্রিয়া?

ভোটার তালিকা হালনাগাদ করা হয় নির্দিষ্ট সময় অন্তর। এবার রাজ্যজুড়ে শুরু হচ্ছে বিশেষ ইন্টেনসিভ সংশোধন। এই প্রক্রিয়ায়, ভোটারদের নাম, ঠিকানা, বয়স ইত্যাদি যাচাই করে তালিকায় রদবদল করা হবে। যাঁদের কাছে বৈধ নথি নেই, তাঁদের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা প্রবল।

কোন কোন নথি লাগবে?

নির্বাচন কমিশন মোট ১১টি সরকারি ডকুমেন্টকে গ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত করেছে। যেকোনো একটি থাকলেই আবেদন করা যাবে। সেগুলি হল:সরকারি চাকরি/পেনশন সংক্রান্ত ফটো আইডি পোস্ট অফিস, ব্যাংক বা LIC-এর আইডি সরকার অনুমোদিত জন্ম সার্টিফিকেট বৈধ পাসপোর্ট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট NRC সংক্রান্ত নথি জাতিগত শংসাপত্র স্থায়ী ঠিকানার সরকার অনুমোদিত প্রমাণপত্র জমি বা বাড়ির দলিল পারিবারিক রেজিস্টার

জন্মতারিখ অনুযায়ী নথির গুরুত্ব:

নথি দাখিলের নিয়ম জন্মতারিখ অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়েছে:1. ১ জুলাই, ১৯৮৭-এর আগে জন্ম: একটি প্রামাণ্য নথিই যথেষ্ট। 2. ১ জুলাই, ১৯৮৭ থেকে ১ জানুয়ারি, ২০০২-এর মধ্যে জন্ম: নিজের ও অভিভাবকের একটি করে নথি প্রয়োজন। 3. ১ জানুয়ারি, ২০০২-এর পরে জন্ম: নিজের এবং বাবা-মায়ের প্রত্যেকের একটি করে প্রমাণপত্র আবশ্যিক।

বাদ পড়তে পারেন কারা?

বিহারের মতই, পশ্চিমবঙ্গেও তালিকা থেকে বাদ পড়তে পারেন:যাঁদের নাম আগেই ছিল না যাঁদের বয়স বা ঠিকানার কোনও বৈধ প্রমাণ নেই অন্য রাজ্য থেকে আগত অথচ ভোটার নন মৃত ব্যক্তির নাম, যেটি এখনও তালিকায় রয়েছে

বাড়িতে আসবেন BLO

এই সংশোধন প্রক্রিয়ায় BLO-রা ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। তাই এখনই নিজের এবং পরিবারের প্রত্যেক সদস্যের প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রাখা জরুরি। ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। কোনও সন্দেহ হলে স্থানীয় নির্বাচন অফিসে যোগাযোগ করাই শ্রেয়।

প্রায়শই জিজ্ঞাস্য (FAQs)

১. Special Intensive Revision 2025 ঠিক কী?→ এটি একটি কেন্দ্রীয় নির্দেশিত প্রক্রিয়া, যার মাধ্যমে ভোটার তালিকায় সংশোধন, নাম অন্তর্ভুক্তি বা অপসারণ করা হয়।২. নথি ছাড়া কি ভোটার তালিকায় নাম থাকবে?→ না, বৈধ ডকুমেন্ট ছাড়া নাম রাখার সুযোগ নেই।৩. BLO যদি না আসেন, কী করব?→ স্থানীয় নির্বাচন অফিসে গিয়ে আবেদন করা যাবে নির্ধারিত সময়সীমার মধ্যে।৪. নতুন ভোটার হিসেবে কীভাবে নাম তোলা যাবে?→ নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ BLO বা নির্বাচন অফিসে জমা দিতে হবে।৫. NRC ডকুমেন্ট না থাকলে সমস্যা হবে কি?→ NRC ছাড়াও অন্যান্য ১০টি নথির যেকোনো একটি থাকলেই চলবে।
About Author