Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পোস্ট অফিসেই লক্ষ্মীর ভাণ্ডার! মহিলারা প্রতি মাসে পাবেন ১০ হাজার টাকা, জানুন কীভাবে

স্বল্প আয়ের মধ্যেও সঞ্চয়ের স্বপ্নপূরণ এখন আর দূরের কথা নয়। ভারতের ডাক বিভাগ নিয়ে এসেছে একটি নতুন পোস্ট অফিস সঞ্চয় প্রকল্প, যা ইতিমধ্যেই মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মধ্যে সাড়া ফেলেছে।…

Avatar

স্বল্প আয়ের মধ্যেও সঞ্চয়ের স্বপ্নপূরণ এখন আর দূরের কথা নয়। ভারতের ডাক বিভাগ নিয়ে এসেছে একটি নতুন পোস্ট অফিস সঞ্চয় প্রকল্প, যা ইতিমধ্যেই মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মধ্যে সাড়া ফেলেছে। এই নতুন স্কিমের নামই হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্র—‘পোস্ট অফিস লক্ষ্মীর ভান্ডার স্কিম’।

এই স্কিমটি মূলত পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম (Post Office Recurring Deposit Scheme) হিসেবেই পরিচিত। প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমিয়ে ভবিষ্যতের জন্য বড় রিটার্ন পাওয়ার সুযোগ দিচ্ছে এই প্রকল্প। লক্ষ্মীর ভান্ডারের আদলে গৃহবধূদের যেমন নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হয়, তেমনই এই স্কিমেও নির্দিষ্ট বিনিয়োগে নির্দিষ্ট সময় পর মিলবে লক্ষ টাকার রিটার্ন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কীভাবে কাজ করে এই স্কিম?

এই স্কিম অনুযায়ী, প্রতিদিন যদি মাত্র ৩৩৩ সঞ্চয় করা যায়, তা হলে মাসে জমে ১০,০০০। বারো মাসে তা দাঁড়ায় ১.২০ লক্ষ টাকা। যদি কোনও ব্যক্তি এইভাবে টানা ১০ বছর অর্থাৎ ১২০ মাস সঞ্চয় চালিয়ে যান, তাহলে মোট সঞ্চয় হবে ১২ লক্ষ। এই সঞ্চয়ের উপর বার্ষিক ৫.৮% হারে চক্রবৃদ্ধি সুদ যুক্ত হয়ে রিটার্নের পরিমাণ গিয়ে দাঁড়াবে ১৬,২৬,৪৭৬। অর্থাৎ সুদ বাবদ পাওয়া যাবে প্রায় ৪.২৬ লক্ষ টাকা।

এই স্কিমে বিনিয়োগের সময়সীমা সাধারণত ৫ বছর হলেও, গ্রাহক চাইলে মেয়াদ বাড়িয়ে ১০ বছর পর্যন্ত করতে পারেন।

কেন এই স্কিমে বিনিয়োগ করবেন?

অনেক পরিবারেই মাসিক আয় কম হওয়ার কারণে সঞ্চয়ের সুযোগ খুব কম থাকে। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার মতো পর্যাপ্ত অর্থও অনেকের হাতে থাকে না। সেই কারণে ভবিষ্যতের জন্য সঠিক আর্থিক পরিকল্পনা করা কঠিন হয়ে পড়ে। কিন্তু পোস্ট অফিসের এই RD স্কিমে ছোট অঙ্কের রোজকার সঞ্চয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদে বড় রিটার্ন পাওয়ার পথ খুলে যাচ্ছে।

রিটার্ন কীভাবে পাওয়া যাবে?

যাঁরা এই স্কিমে ১০ বছর পর্যন্ত সঞ্চয় করেছেন এবং রিটার্ন হিসেবে ১৬ লক্ষ পেয়েছেন, তাঁরা চাইলে ওই টাকাই আবার পোস্ট অফিসের Monthly Income Scheme-এ রাখতে পারেন। এতে প্রতি মাসে প্রায় ১২,০০০ পর্যন্ত স্থায়ী আয় হবে, যা একজন অবসরপ্রাপ্ত বা মধ্যবয়সী ব্যক্তির জীবনে ভরসার আলো জ্বালাতে পারে।

গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন ও উত্তর

১. কারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন?
যে কোনও ভারতীয় নাগরিক, যাঁর বয়স ১৮ বছরের বেশি, তিনি এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।

২. সর্বনিম্ন কত টাকা জমা দিতে হয়?
প্রতি মাসে ₹১০০ থেকে শুরু করে যেকোনো পরিমাণ টাকা এই স্কিমে জমা দেওয়া যায়।

৩. কবে সুদের রেট পরিবর্তন হতে পারে?
সুদের হার অর্থ মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রৈমাসিক ভিত্তিতে পরিবর্তিত হতে পারে।

৪. সময়ের আগেই টাকা তোলা যাবে কি?
হ্যাঁ, নির্দিষ্ট কিছু শর্তে নির্ধারিত মেয়াদের আগে টাকাও তোলা সম্ভব।

৫. অনলাইনেই কি এই স্কিমে খাতা খোলা যাবে?
বর্তমানে পোস্ট অফিসে গিয়ে অফলাইনে খাতা খোলার সুবিধা রয়েছে, তবে ভবিষ্যতে অনলাইন ব্যবস্থা চালু হতে পারে।

About Author