Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৫ লক্ষের বেশি আবেদন, SSC পরীক্ষার চূড়ান্ত দিন ঘোষণা করল দফতর

রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর অপেক্ষার অবসান। অবশেষে দ্বিতীয় দফার স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ পরীক্ষা কবে হবে, তা জানিয়ে দিল শিক্ষা দফতর। চলতি বছরের SLST পরীক্ষার দিনক্ষণ নির্ধারিত হয়েছে—এই ঘোষণার…

Avatar

রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর অপেক্ষার অবসান। অবশেষে দ্বিতীয় দফার স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ পরীক্ষা কবে হবে, তা জানিয়ে দিল শিক্ষা দফতর। চলতি বছরের SLST পরীক্ষার দিনক্ষণ নির্ধারিত হয়েছে—এই ঘোষণার পর স্বস্তি ফিরেছে প্রার্থীদের মধ্যে।

২০১৬ সালের প্যানেল ভিত্তিক নিয়োগ বাতিলের পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল হওয়ার পর, ৩০ মে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে SSC। সেইমতো অনলাইনে আবেদন চলেছিল ২১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

SSC-র রিপোর্ট অনুযায়ী, এবার আবেদন করেছেন মোট ৫ লক্ষ ৮৩ হাজার ৭০০ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৩ হাজারেরও বেশি প্রার্থী পূর্বে ‘যোগ্য’ বলে চিহ্নিত হয়েছিলেন। আর সেই আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরই এবার নির্ধারিত হল পরীক্ষার দিন।

কবে হবে SSC SLST পরীক্ষা?

জানা গিয়েছে, নবম ও দশম শ্রেণির জন্য লিখিত পরীক্ষা হবে ৭ সেপ্টেম্বর, ২০২৫ এবং একাদশ-দ্বাদশের জন্য পরীক্ষা নেওয়া হবে ১৪ সেপ্টেম্বর, ২০২৫।

গত ১৮ জুলাই SSC প্রস্তাব দিয়েছিল শিক্ষা দফতরের কাছে, যাতে ওই দুই দিনে পরীক্ষা নেওয়া যায়। অবশেষে সেই প্রস্তাবে সম্মতি দিল শিক্ষা দফতর। গতকাল অর্থাৎ ২৪ জুলাই বৃহস্পতিবার সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কীভাবে হবে পরীক্ষা?

বিজ্ঞপ্তি অনুযায়ী, উভয় পরীক্ষার দিনই দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা, চলবে দেড় ঘণ্টা। বিশেষ চাহিদাসম্পন্ন, বিশেষত দৃষ্টিশক্তিহীন প্রার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবেন।

পরীক্ষার নিয়ম এবং ফল কবে?

SSC জানিয়েছে, পরীক্ষার অন্যান্য নিয়মাবলি খুব শীঘ্রই জানানো হবে। সব ঠিকঠাক চললে অক্টোবরের চতুর্থ সপ্তাহে প্রকাশ পাবে পরীক্ষার চূড়ান্ত ফলাফল। পাশাপাশি, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে কাউন্সেলিং প্রক্রিয়া।

এখন বড় প্রশ্ন হল—

এত বিপুল সংখ্যক আবেদনকারীর মধ্যে কতজন সুযোগ পাবেন চূড়ান্ত নিয়োগের?

পরীক্ষাকেন্দ্রগুলি কীভাবে বণ্টন করা হবে এই বিশাল পরীক্ষার্থীর ভিড় সামলাতে?

কীভাবে প্রাক্তন ‘যোগ্য’ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগে?

ফলাফল প্রকাশ ও কাউন্সেলিং যদি দেরি হয়, তবে কী আদালতের হস্তক্ষেপ আসবে?

ভবিষ্যতে নিয়মিতভাবে SLST হবে কিনা, তার কোনও পরিকল্পনা করছে কি SSC?

নতুন নিয়োগ নিয়ে রাজ্য জুড়ে আগ্রহ তুঙ্গে। শিক্ষা মহলের মতে, সুষ্ঠু ও স্বচ্ছভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষাক্ষেত্রে এক নতুন দিশা খুলে যাবে।

About Author