Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কম দামে বেশি ডেটা! Jio ও Airtel-কে চাপে ফেলল BSNL-এর এই দুর্ধর্ষ প্ল্যান

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিনিয়ত বদলে চলেছে ভারতের টেলিকম পরিষেবা। যেখানে Jio, Airtel আর Vi প্রতিযোগিতায় একের পর এক নতুন অফার নিয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL (Bharat…

Avatar

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিনিয়ত বদলে চলেছে ভারতের টেলিকম পরিষেবা। যেখানে Jio, Airtel আর Vi প্রতিযোগিতায় একের পর এক নতুন অফার নিয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL (Bharat Sanchar Nigam Limited) ফের একবার ঝড় তুলল বাজারে। আকর্ষণীয় সুবিধা এবং দীর্ঘমেয়াদী ভ্যালিডিটি সহ দুটি নতুন রিচার্জ প্ল্যান এনে নজর কাড়ল BSNL।

সাশ্রয়ে পূর্ণ সুবিধা: ৫৯৯ টাকার All Rounder প্ল্যান

BSNL-এর সদ্য চালু হওয়া ৫৯৯ টাকার প্ল্যানটিকে সংস্থা নিজেই বলছে “All Rounder”। ৮৪ দিনের ভ্যালিডিটি নিয়ে এই প্ল্যানটি প্রতিদিন ৩ জিবি করে মোট ২৫২ জিবি হাই স্পিড ডেটা অফার করছে। শুধু ইন্টারনেটই নয়, এই প্যাকেজে রয়েছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই প্ল্যানটি শুধুমাত্র BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা অ্যাপ থেকেই রিচার্জ করা যাবে। অর্থাৎ এটি এক্সক্লুসিভ অফার। বেসরকারি সংস্থাগুলির মূল্যবৃদ্ধির পর অনেক গ্রাহকই BSNL-এর দিকে ঝুঁকেছেন, এবং এই ধরনের অফার তাঁদের ধরে রাখার পথ প্রশস্ত করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

OTT সহ বাজেট ফ্রেন্ডলি: ২৪৯ টাকার দুর্দান্ত প্ল্যান

আরও এক আকর্ষণীয় চমক BSNL-এর ২৪৯ টাকার প্ল্যান। এই প্ল্যানটি ৪৫ দিনের মেয়াদে প্রতিদিন ২ জিবি করে মোট ৯০ জিবি ডেটা দিচ্ছে। একইসঙ্গে থাকছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS।

তবে এই প্ল্যানের আসল হাইলাইট হল বিনামূল্যে OTT পরিষেবা। গ্রাহকেরা পাবেন BSNL BiTV OTT অ্যাপে অ্যাক্সেস, যার মাধ্যমে দেখা যাবে ৪০০টি লাইভ টিভি চ্যানেল। অর্থাৎ এক প্যাকেজেই টেলিভিশন, ইন্টারনেট আর কলিং – সব একসঙ্গে।

কীভাবে রিচার্জ করবেন?

দুটি প্ল্যানই BSNL-এর ওয়েবসাইট অথবা অফিশিয়াল মোবাইল অ্যাপের মাধ্যমে রিচার্জযোগ্য। স্থানীয় রিটেলারদের মাধ্যমেও কিছু ক্ষেত্রে সুবিধা মিলতে পারে, তবে এক্সক্লুসিভ ট্যাগ থাকা ৫৯৯ টাকার প্ল্যানটি শুধুমাত্র অনলাইনেই মিলবে।

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (FAQ)

১. BSNL-এর ৫৯৯ টাকার প্ল্যানে কী কী সুবিধা রয়েছে?
এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি করে মোট ২৫২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০টি SMS পাওয়া যাবে। ভ্যালিডিটি ৮৪ দিন।

২. ২৪৯ টাকার BSNL প্ল্যানে OTT কীভাবে পাওয়া যাবে?
এই প্ল্যানে BSNL BiTV OTT অ্যাপের সাবস্ক্রিপশন ফ্রি থাকবে, যেখানে ৪০০টি লাইভ টিভি চ্যানেল দেখা যাবে।

৩. দুটি প্ল্যানই কি অফলাইনে রিচার্জ করা যাবে?
২৪৯ টাকার প্ল্যানটি অফলাইনে রিচার্জ করা সম্ভব হলেও, ৫৯৯ টাকার প্ল্যানটি শুধুমাত্র BSNL-এর অ্যাপ বা ওয়েবসাইটে পাওয়া যাবে।

৪. প্ল্যান রিচার্জে কোনও অতিরিক্ত চার্জ রয়েছে কি?
BSNL জানিয়েছে, নির্ধারিত মূল্যেই রিচার্জ হবে। কোনও হিডেন চার্জ নেই।

৫. BSNL-এর এই প্ল্যানগুলি নতুন গ্রাহকরা কি ব্যবহার করতে পারবেন?
হ্যাঁ, নতুন ও পুরনো – উভয় ধরনের গ্রাহকরাই এই প্ল্যানগুলি ব্যবহার করতে পারবেন।

About Author