আকাশে মেঘের পরত কিছুটা হালকা হলেও, দামোদরের জলস্ফীতিতে নতুন করে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। টানা বর্ষণের পরে যখন বৃষ্টি কিছুটা থমকেছে, ঠিক তখনই পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে হঠাৎ বিপুল জল ছাড়ল ডিভিসি (DVC)। আর সেই সিদ্ধান্তেই ক্ষুব্ধ হয়েছে রাজ্য সরকার।
বৃহস্পতিবার বিকেলের পর থেকে কিছুটা বিরতি ছিল বৃষ্টিতে। কিন্তু শুক্রবার সকাল হতেই ফের শুরু হয়েছে দফায় দফায় বর্ষণ। তার মধ্যেই গত শুক্রবার ডিভিসির তরফে প্রায় ৫৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে, যা নিয়ে রাজ্যের মধ্যে ফের দেখা দিয়েছে বন্যার আশঙ্কা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowরাজ্যের ক্ষোভ, জল ছাড়ার আগে কোনও বার্তা কেন নয়?
সেচ দফতরের অভিযোগ, রাজ্যকে কোনওরকম আগাম বার্তা না দিয়েই এই জল ছাড়া হয়েছে। শুধু তাই নয়, পাঞ্চেত জলাধারে জলস্তর তখনও ৪১১ ফুটের কাছাকাছি ছিল, যা বিপজ্জনক মাত্রা নয় বলেই রিপোর্টে জানানো হয়েছে। তাহলে কেন এমন সিদ্ধান্ত? DVC-র কাছে চাওয়া হয়েছে বিস্তারিত ব্যাখ্যা।
এই আচমকা জলছাড়ার কারণে হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের একাধিক নিচু এলাকায় জল জমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্য সরকার আশঙ্কা করছে, ২০১৭ ও ২০২১ সালের বন্যার মতো পরিস্থিতি আবারও ফিরে আসতে পারে দক্ষিণবঙ্গে।
DVC-র বিরুদ্ধে আগেও উঠেছে অভিযোগ
রাজ্যের দাবি, এর আগেও একাধিকবার DVC জল ছেড়ে বন্যার পরিস্থিতি তৈরি করেছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে ‘ম্যান-মেড ফ্লাড’ বলে তীব্র প্রতিবাদ করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, কেন্দ্রের অধীনস্থ সংস্থার এই ধরনের আচরণ শুধুই অযৌক্তিক নয়, রাজ্যের জন্য বিপজ্জনকও।
আবহাওয়ার পূর্বাভাসে নতুন দুশ্চিন্তা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার উপর যদি ফের জল ছাড়া হয়, তাহলে দামোদরের নিম্ন অববাহিকার জেলাগুলিতে প্লাবনের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। এখনই প্রশাসনের তরফ থেকে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের কিছু অংশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। নিচু এলাকায় ত্রাণ শিবির খোলা হচ্ছে বলেও জানা গিয়েছে।
পাঠকের প্রশ্নোত্তর:
১. হঠাৎ এত পরিমাণ জল ছাড়ার কারণ কী ছিল DVC-র?
রাজ্যের অভিযোগ, পাঞ্চেতে জলস্তর বিপদের সীমায় না থাকলেও জল ছাড়া হয়েছে। ডিভিসি এখনও এর নির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি।
২. কোন কোন জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে?
হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের নিচু জেলাগুলিতে বন্যার সম্ভাবনা রয়েছে।
৩. আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হয়েছে?
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
৪. রাজ্য সরকার কী ব্যবস্থা নিচ্ছে?
ত্রাণ ও উদ্ধার কর্মী মোতায়েনের প্রস্তুতি চলছে। নিচু এলাকায় সতর্কতা জারি হয়েছে।
৫. এর আগে কী এমন ঘটনা ঘটেছে?
২০১৭ ও ২০২১ সালে একইভাবে জল ছেড়ে বহু নিচু এলাকা প্লাবিত হয়েছিল। রাজ্যের অভিযোগ, DVC বারবার আগাম বার্তা ছাড়াই জল ছাড়ে।