Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bank Holiday: আগামীকাল সোমবার ব্যাংক বন্ধ থাকবে, আরবিআই কেন ছুটি ঘোষণা করেছে? জানুন

শ্রাবণ মাসের শুরু মানেই ভক্তিভরে উপবাস, প্রার্থনা, আর একগুচ্ছ প্রশ্ন। তার মধ্যে অন্যতম—এই বিশেষ দিনে কি ব্যাংক বন্ধ থাকবে? ২০২৫ সালের ১৪ জুলাই পড়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এই…

Avatar

শ্রাবণ মাসের শুরু মানেই ভক্তিভরে উপবাস, প্রার্থনা, আর একগুচ্ছ প্রশ্ন। তার মধ্যে অন্যতম—এই বিশেষ দিনে কি ব্যাংক বন্ধ থাকবে? ২০২৫ সালের ১৪ জুলাই পড়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এই দিন নিয়ে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে—এই দিন কি সারা দেশে ব্যাংক ছুটি? সোজাসাপ্টা উত্তর—না, এই দিন সর্বত্র ব্যাংক বন্ধ থাকবে না। তবে ব্যতিক্রম রয়েছে একটি রাজ্যে।

মেঘালয়ে ছুটি, অন্যত্র নয়

আরবিআই (RBI) প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ১৪ জুলাই সোমবার শুধুমাত্র মেঘালয় রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। কারণ, এই দিনে পালিত হয় ‘বেহ দেইংখলাম’ উৎসব, যা মেঘালয়ের জৈন্তিয়া সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। এই উৎসবের মাধ্যমে রোগব্যাধি ও অশুভ শক্তিকে তাড়ানো হয়। ফলে, ঐ রাজ্যের ব্যাংকগুলি এই দিনে ছুটির আওতায় থাকবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাংক ছুটি—জুলাই ২০২৫

জুলাই মাসে শুধুমাত্র ১৪ তারিখই নয়, আরও কিছু দিন নির্দিষ্ট রাজ্যগুলিতে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে। নিচে দেওয়া হল সেই তালিকা:

  • ১৬ জুলাই (বুধবার)উত্তরাখণ্ড: হরেলা উৎসব উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

  • ১৭ জুলাই (বৃহস্পতিবার)মেঘালয়: উ তিরট সিংয়ের মৃত্যুবার্ষিকীতে ছুটি।

  • ১৯ জুলাই (শনিবার)ত্রিপুরা: কের পূজা উপলক্ষে ব্যাংক বন্ধ।

  • ২৮ জুলাই (সোমবার)সিকিম: দ্রুকপা ছে-জি উৎসবের জন্য ছুটি।

সারাদেশব্যাপী সপ্তাহান্তিক ছুটি

দেশজুড়ে সপ্তাহান্তিক ছুটি গুলি পড়ছে এই দিনগুলোয়:

  • ১২ জুলাই – দ্বিতীয় শনিবার

  • ১৩ জুলাই – রবিবার

  • ২০ জুলাই – রবিবার

  • ২৬ জুলাই – চতুর্থ শনিবার

  • ২৭ জুলাই – রবিবার

সাধারণ FAQ – আপনার প্রশ্ন, আমাদের উত্তর

১৪ জুলাই কি সারা দেশে ব্যাংক ছুটি?
না, এই দিন কেবল মেঘালয়ে ব্যাংক ছুটি থাকবে। অন্যান্য রাজ্যে ব্যাংক খোলা থাকবে।

শ্রাবণের প্রথম সোমবার কি ব্যাংক বন্ধ রাখার দিন?
এই বিশ্বাস প্রচলিত থাকলেও শ্রাবণ মাসের সোমবারে নিজে নিজে ব্যাংক ছুটি হয় না, যদি না বিশেষ কোনও উৎসব থাকে।

জুলাই মাসে ক’টি দিন ব্যাংক বন্ধ থাকবে?
নির্দিষ্ট রাজ্যভিত্তিক উৎসব ও সপ্তাহান্তিক ছুটি মিলিয়ে অন্তত ৯ দিন ব্যাংক ছুটি থাকবে।

বেহ দেইংখলাম উৎসব কী?
এটি মেঘালয়ের একটি ঐতিহ্যবাহী উৎসব, যা রোগ ও অমঙ্গল দূর করার জন্য পালিত হয়।

RBI কিভাবে ছুটির তালিকা নির্ধারণ করে?
RBI প্রতিবছর রাজ্যভিত্তিক উৎসব ও জাতীয় ছুটির ভিত্তিতে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করে।

শ্রাবণ মাস পবিত্র হলেও, তার প্রথম সোমবারে ব্যাংক বন্ধ থাকবে এমন কোনও সর্বভারতীয় নিয়ম নেই। তাই কোনও লেনদেনের আগে নিজের রাজ্যের ছুটির তালিকা একবার দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

About Author