Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Train Cancelled: হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, জানুন কোন কোন ট্রেন বাতিল

আগামীকাল রবিবার থেকে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে শুরু হচ্ছে একাধিক ট্রেন বাতিলের পর্ব। আর সেই সিদ্ধান্তে ফের বড়সড় অসুবিধায় পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান স্টেশনে আপ…

Avatar

আগামীকাল রবিবার থেকে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে শুরু হচ্ছে একাধিক ট্রেন বাতিলের পর্ব। আর সেই সিদ্ধান্তে ফের বড়সড় অসুবিধায় পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান স্টেশনে আপ মেন লাইনে জরুরি কাজের জন্যই এই সিদ্ধান্ত।

কোন কোন ট্রেন বাতিল থাকছে?

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া, ব্যান্ডেল এবং বর্ধমান থেকে চলা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লোকাল ট্রেন রবিবারের জন্য বাতিল করা হয়েছে। হাওড়া থেকে বাতিল করা হয়েছে ট্রেন নম্বর 36811, 37811 ও 37211। ব্যান্ডেল থেকে 37781, 37783, 37785 নম্বর ট্রেন বাতিল থাকবে। একইভাবে বর্ধমান থেকে চলা 37782, 37786, 36822, 37824 ও 37826 নম্বর ট্রেনগুলি বন্ধ থাকবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ছুটির দিনে এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, আগেভাগে কি রেল অন্য কোনও বিকল্প ব্যবস্থা নিতে পারত না?

আগেও ঘটেছে এমন ঘটনা

উল্লেখ্য, এই প্রথম নয়। আগেও একাধিকবার হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে কাজের কারণে বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন। কিছুদিন আগেই শিয়ালদা ডিভিশনে একই ধরনের কাজ চলার সময় নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছিল। এবার সেই একই পরিস্থিতি তৈরি হল হাওড়া ডিভিশনে।

আশার খবর — আসছে বাংলায় এসি লোকাল

এই সময়েই কিছুটা স্বস্তির খবরও এসেছে পূর্ব রেলের দিক থেকে। খুব শীঘ্রই রাজ্যের লোকাল রেল পরিষেবায় সংযোজিত হতে চলেছে প্রথম AC Local Train। ইতিমধ্যেই ট্রেনের রেক রাজ্যে এসে পৌঁছেছে। পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, ট্রেনটি শিয়ালদহ-বনগাঁ ও শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে চলবে।

ভাড়ার বিষয়েও বিস্তারিত তথ্য সামনে এসেছে।

  • ১০ কিমি পর্যন্ত ভাড়া: ২৯

  • ১১-১৫ কিমি: ৩৭

  • মাসিক সিজন টিকিট (১০ কিমি): ৫৯০

  • মাসিক সিজন টিকিট (১১-১৫ কিমি): ৭৮০

রেল যাত্রীদের মতে, যদি নিয়মিত AC লোকাল ট্রেন পরিষেবা চালু হয়, তাহলে শহরতলির যাতায়াত ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে যাবে। যদিও এই পরিষেবা শুরুর নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি।

যাত্রীদের সাধারণ ৫টি প্রশ্ন (FAQ)

১. কবে থেকে ট্রেন বাতিলের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে?
আগামীকাল, রবিবার (১৩ জুলাই) থেকে বাতিল করা হয়েছে হাওড়া ডিভিশনের একাধিক ট্রেন।

২. কেন ট্রেন বাতিল করা হচ্ছে?
বর্ধমান স্টেশনে আপ মেন লাইনে রেলের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩. হাওড়া থেকে কোন ট্রেনগুলি বাতিল থাকছে?
ট্রেন নম্বর 36811, 37811, 37211 বাতিল করা হয়েছে।

৪. এসি লোকাল ট্রেন কবে চালু হচ্ছে?
রেক এসে গিয়েছে, তবে পরিষেবা শুরু হওয়ার নির্দিষ্ট দিন এখনও জানানো হয়নি।

৫. AC Local Train-এর ভাড়া কত?
১০ কিমি পর্যন্ত ₹২৯, ১১-১৫ কিমি পর্যন্ত ₹৩৭। মাসিক টিকিটও পাওয়া যাবে নির্দিষ্ট হারে।

About Author