Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

DA বকেয়া এখনও বাকি, তার আগেই বেতন বাড়ছে এই সরকারি কর্মীদের, নবান্নের বড় পদক্ষেপ

প্যারা টিচারদের দীর্ঘদিনের অভিযোগ আর অবহেলার শেষ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। রাজ্য সরকারের তরফে এবার মিলতে চলেছে বহু প্রতীক্ষিত স্বীকৃতি ও সন্মান। অপেক্ষা শেষ করে একাধিক বকেয়া অভিযোগের…

Avatar

প্যারা টিচারদের দীর্ঘদিনের অভিযোগ আর অবহেলার শেষ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। রাজ্য সরকারের তরফে এবার মিলতে চলেছে বহু প্রতীক্ষিত স্বীকৃতি ও সন্মান। অপেক্ষা শেষ করে একাধিক বকেয়া অভিযোগের মাঝেও কিছু হাজার প্যারা টিচারদের জন্য ঘোষণা হতে চলেছে নতুন বেতন কাঠামো, পদের নাম পরিবর্তন ও নানা সুযোগ-সুবিধা।

কারা পাচ্ছেন বেতন বৃদ্ধির সুবিধা?

শিক্ষাক্ষেত্রে নিযুক্ত প্রাথমিক ও আপার প্রাথমিক স্তরের প্যারা টিচারদের জন্যই আসতে চলেছে এই পরিবর্তন। বহুদিন ধরেই তাঁরা দাবি জানিয়ে আসছিলেন যে সহকারী শিক্ষকদের মতো কাজ করেও পান না উপযুক্ত বেতন কিংবা সুযোগসুবিধা। এবার সেই ব্যবধান কমিয়ে আনতেই মুখ্যমন্ত্রীর প্রশাসন নড়েচড়ে বসেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নতুন নাম, নতুন সম্মান

বিশেষ সূত্রে জানা যাচ্ছে, প্রাথমিক স্তরের প্যারা টিচারদের সম্ভাব্য নতুন নাম হতে চলেছে “অতিরিক্ত সহকারী শিক্ষক”। শুধুমাত্র নামই নয়, বেতনের ক্ষেত্রেও থাকছে বড়সড় বৃদ্ধি। নতুন কাঠামো অনুযায়ী:

  • প্রাথমিক স্তরের প্যারা টিচাররা পেতে পারেন ৩৫,০০০ টাকা পর্যন্ত বেতন।

  • আপার প্রাথমিক স্তরের প্যারা টিচারদের বেতন বেড়ে হতে পারে ৪০,০০০ টাকা, যা সহকারী শিক্ষকদের শুরুর বেতনের কাছাকাছি।

এর ফলে শিক্ষক মহলে বেতনের যে ফারাক এতদিন ছিল, তা অনেকটাই কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

মহিলাদের জন্য বিশেষ ছাড়

রাজ্য সরকার প্যারা টিচারদের জন্য আলাদা কিছু উদ্যোগও নিচ্ছে। বিশেষ করে মহিলা প্যারা টিচারদের জন্য চালু হতে পারে ৭৩০ দিনের চাইল্ড কেয়ার লিভ। কর্মজীবনের ভারসাম্য বজায় রাখতে এই উদ্যোগ যে যথেষ্ট ইতিবাচক ভূমিকা নেবে, তা বলাই যায়।

স্টাফ কাউন্সিল ও পরীক্ষায় দায়িত্ব

আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। প্রতিটি স্কুলের স্টাফ কাউন্সিলে অন্তত একজন প্যারা টিচারকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। তাছাড়া, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় পরিদর্শক হিসেবে তাঁদের নিযুক্ত করার কথাও ভাবা হচ্ছে।

স্থায়ী কর্মজীবনের রূপরেখা

প্যারা টিচারদের কর্মজীবন স্থায়ী ও সুরক্ষিত করতে আলাদা সার্ভিস রুল ও সার্ভিস বুক তৈরির কথাও ভাবছে সরকার। যদিও এখনো পর্যন্ত রাজ্যের তরফে কোনও চূড়ান্ত ঘোষণা আসেনি। বিশেষজ্ঞ মহলের মতে, ২৬ হাজার শিক্ষকের মামলার রায় এই বিষয়ে ভবিষ্যতের পথ নির্ধারণ করবে।

সাধারণ প্রশ্নাবলী (FAQs):

১. প্যারা টিচার বলতে কাদের বোঝানো হয়?
যাঁরা চুক্তিভিত্তিক বা অস্থায়ী ভিত্তিতে প্রাথমিক ও আপার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন, তাঁদের প্যারা টিচার বলা হয়।

২. বেতন বৃদ্ধির নতুন হার কাদের জন্য প্রযোজ্য হবে?
এই বৃদ্ধি প্রাথমিক ও আপার প্রাথমিক স্তরের প্যারা টিচারদের জন্য প্রযোজ্য হবে।

৩. কবে থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে?
এখনো পর্যন্ত রাজ্যের তরফে কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

৪. নতুন নামকরণে কী পরিবর্তন আসবে পদের মর্যাদায়?
নামকরণে পরিবর্তন মানে শুধু পরিচিতির বদল নয়, বরং বাড়তি সম্মান ও দায়িত্বের স্বীকৃতি।

৫. চাইল্ড কেয়ার লিভ কি শুধুমাত্র মহিলাদের জন্য?
বর্তমানে শুধুমাত্র মহিলা প্যারা টিচারদের জন্যই ৭৩০ দিনের ছুটির প্রস্তাব রয়েছে।

About Author