Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Train Cancel: সপ্তাহান্তে ফের ট্রেন বাতিল! কোন কোন ট্রেন বন্ধ, দেখে নিন একনজরে

শিয়ালদহ ডিভিশনে সপ্তাহান্তে ফের একগুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, সিগন্যালিং এবং ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই ব্যবস্থা। স্বাভাবিকভাবেই, ট্রেন বাতিল হওয়ায় দুর্ভোগে পড়তে চলেছেন বহু…

Avatar

শিয়ালদহ ডিভিশনে সপ্তাহান্তে ফের একগুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, সিগন্যালিং এবং ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই ব্যবস্থা। স্বাভাবিকভাবেই, ট্রেন বাতিল হওয়ায় দুর্ভোগে পড়তে চলেছেন বহু নিত্যযাত্রী ও ছুটির দিনে যাত্রাপথে বেরনো যাত্রীরা।

ট্রেন বাতিলের প্রধান কারণ কী?

রেলের তরফে জানানো হয়েছে, ৫ ও ৬ জুলাই (শনিবার ও রবিবার) শিয়ালদহ মেইন ও দক্ষিণ শাখায় সিগন্যালিং আপগ্রেডেশন এবং ট্র্যাক মেরামতির কাজ চলবে। এই ‘ট্রাফিক ব্লক’-এর জন্যই একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন বাতিল রাখা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কোন কোন ট্রেন বাতিল থাকছে?

সূত্র অনুযায়ী, বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে:

  • ডাউন শিয়ালদহ–দত্তপুকুর লোকাল (33612)

  • শিয়ালদহ–বনগাঁ লোকাল: 33811, 33817 (ডাউন) এবং 33824, 33826 (আপ)

  • শিয়ালদহ–ডানকুনি আপ ও ডাউন ট্রেন: 32211, 32213, 32215, 32217, 32219 (আপ) এবং 32212, 32214, 32216, 32218, 32220 (ডাউন)

  • শিয়ালদহ–কল্যাণী সীমান্ত (ডাউন): 31312

  • শিয়ালদহ–নৈহাটি: আপ 31411, 31415 / ডাউন 31412, 31414, 31422

  • কোমাগাটা মারু বজবজ–শিয়ালদহ (আপ): 34117

  • নৈহাটি–কল্যাণী সীমান্ত (আপ): 31191

দক্ষিণ শাখাতেও প্রভাব পড়ছে?

শুধু মেইন শাখাই নয়, শিয়ালদহ দক্ষিণ শাখা-তেও বাতিল হয়েছে একাধিক ট্রেন। আপ ও ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন বাতিল রাখা হয়েছে ট্র্যাক মেরামতির কাজের জন্য।

আগেও এমন হয়েছিল কি?

হ্যাঁ, গত সপ্তাহেও ট্রাফিক ব্লকের কারণে শিয়ালদহ–দমদম শাখায় বাতিল ছিল একাধিক লোকাল ট্রেন। নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায় এ ধরনের ট্রেন বাতিল এখন প্রায় মাসে একাধিকবার হচ্ছে।

যাত্রীদের কী করণীয়?

যাঁরা শনিবার বা রবিবার ট্রেন যাত্রার পরিকল্পনা করছেন, তাঁদের রওনা হওয়ার আগে একবার ট্রেনের আপডেট টাইমটেবিল দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল। বিকল্প পরিবহণেরও চিন্তাভাবনা রাখার কথা বলা হয়েছে।

FAQ: সাধারণ প্রশ্ন ও উত্তর

১. কেন ট্রেন বাতিল হচ্ছে শিয়ালদহ ডিভিশনে?
সিগন্যালিং ও ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য।

২. ট্রেন বাতিল কবে থেকে?
৫ ও ৬ জুলাই, অর্থাৎ শনিবার ও রবিবার।

৩. ট্রেন বাতিল কোথায় কোথায়?
শিয়ালদহ মেইন ও দক্ষিণ শাখা, ডানকুনি, বনগাঁ, কল্যাণী সীমান্ত, নৈহাটি সহ বিভিন্ন রুটে।

৪. এর বিকল্প ব্যবস্থা কী?
যাত্রীরা বাস বা অ্যাপ ক্যাব ব্যবহার করতে পারেন। তবে রেলের তরফে বাড়তি ট্রেন চালানোর কোনও ঘোষণা হয়নি।

৫. এই কাজ কবে শেষ হবে?
আপাতত এই ট্রাফিক ব্লক শুধু এই সপ্তাহান্তের জন্য। ভবিষ্যতে আবার এমন কাজ হলে রেল আগাম জানাবে।

About Author