Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কতটা সময়, কোথায় দাঁড়াবে, কত ভাড়া? রইল হাওড়া-পুরুলিয়া মেমু ট্রেনের সব তথ্য

দীর্ঘ অপেক্ষার অবসান। পুরুলিয়া ও হাওড়ার মাঝে যোগাযোগ আরও সহজ করতে অবশেষে চালু হল পুরুলিয়া-হাওড়া ভায়া মসাগ্রাম মেমু প্যাসেঞ্জার ট্রেন। শনিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্রেনটির শুভ সূচনা করেন। আর তার…

Avatar

দীর্ঘ অপেক্ষার অবসান। পুরুলিয়া ও হাওড়ার মাঝে যোগাযোগ আরও সহজ করতে অবশেষে চালু হল পুরুলিয়া-হাওড়া ভায়া মসাগ্রাম মেমু প্যাসেঞ্জার ট্রেন। শনিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্রেনটির শুভ সূচনা করেন। আর তার ঠিক পরদিন থেকেই পূর্ব রেলের নির্ধারিত সময়সূচি মেনে নিয়মিত চলাচল শুরু করে ট্রেনটি।

সময়সূচি কী বলছে?

পূর্ব রেলের তরফে প্রকাশিত নতুন সূচি অনুযায়ী, সপ্তাহে ছয় দিন এই ট্রেন চলবে। শুধুমাত্র শুক্রবার হাওড়া থেকে এবং শনিবার পুরুলিয়া থেকে ট্রেনটি ছাড়বে না। হাওড়া থেকে ট্রেনটি বিকেল ৪:১৫-তে ছেড়ে রাত ১১:৫৫-এ পুরুলিয়া পৌঁছবে। যাত্রাপথে ট্রেনটি মসাগ্রাম এবং বাঁকুড়া-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ফিরতি যাত্রায়, পুরুলিয়া থেকে ট্রেনটি ভোর ৪টে-য় ছেড়ে সকাল ১১:৪০-এ হাওড়া পৌঁছবে। এই পথেই ট্রেনটি মসাগ্রামে পৌঁছবে সকাল ৯:৪০ নাগাদ।

ট্রেন কোথা কোথা দাঁড়াবে?

যাত্রাপথে এই মেমু প্যাসেঞ্জার ট্রেনটি মোট ২৮৩ কিলোমিটার পথ অতিক্রম করবে। ট্রেনটি হাওড়া-লিলুয়া-বেলুড়-বালি-বেলানগর-ডানকুনি-জানাই রোড-বারুইপাড়া-কামারকুন্ডু-চন্দনপুর-বেলমুড়ি-গুড়াপ-জৌগ্রাম-মসাগ্রাম-বাঁকুড়া-আদ্রা হয়ে পুরুলিয়া পৌঁছবে।

ফিরতি যাত্রাতেও ঠিক এই একই স্টেশনগুলিতে থামবে ট্রেনটি। ফলে পথের যাত্রীদের জন্য এই ট্রেন নতুন বিকল্প হয়ে উঠতে চলেছে।

ভাড়া কত ধার্য হয়েছে?

পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী, হাওড়া থেকে পুরুলিয়া অথবা পুরুলিয়া থেকে হাওড়া যেতে যাত্রীদের ৬০ টাকা ভাড়া দিতে হবে। তবে যদি কেউ খড়গপুর রুট ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে ভাড়া পড়বে ৬৫ টাকা। মেমু ট্রেন হওয়ায় ভাড়া তুলনামূলকভাবে অনেক কম, যা নিত্যযাত্রীদের জন্য অত্যন্ত সুবিধাজনক।

মসাগ্রামের বাসিন্দাদের জন্য স্বস্তির খবর

এই নতুন ট্রেন চালু হওয়ার ফলে মসাগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা সরাসরি হাওড়ায় যাতায়াত করতে পারবেন। আগে মসাগ্রাম থেকে হাওড়ায় যেতে গিয়ে অনেক সময় এবং ট্রেন বদল করতে হত, এখন সেই সমস্যার সমাধান হতে চলেছে।

আপনার জিজ্ঞাসা, আমাদের উত্তর (FAQ):

১. পুরুলিয়া-হাওড়া মেমু ট্রেন সপ্তাহে ক’দিন চলবে?
এই ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলবে। শুক্রবার ও শনিবার ট্রেনটি নির্দিষ্ট দিক থেকে চালু থাকবে না।

২. হাওড়া থেকে ট্রেন ছাড়ে কখন?
হাওড়া থেকে ট্রেনটি বিকেল ৪:১৫-এ ছাড়ে এবং রাত ১১:৫৫-এ পুরুলিয়ায় পৌঁছায়।

৩. ফিরতি পথে পুরুলিয়া থেকে ছাড়ে কখন?
পুরুলিয়া থেকে ট্রেনটি ভোর ৪টা-য় ছেড়ে সকাল ১১:৪০-এ হাওড়া পৌঁছায়।

৪. ট্রেনটি কোন কোন স্টেশনে থামে?
এই ট্রেনটি হাওড়া ও পুরুলিয়ার মাঝে মসাগ্রাম, বাঁকুড়া, আদ্রা-সহ বহু স্টেশনে থামে।

৫. ট্রেনের ভাড়া কত?
হাওড়া-পুরুলিয়া রুটে যাত্রীদের জন্য ভাড়া ধার্য হয়েছে ৬০ টাকা, আর খড়গপুর রুটে ৬৫ টাকা

About Author