Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এই সপ্তাহে অতিরিক্ত ছুটি, নবান্ন প্রকাশ করল নতুন হলিডে লিস্ট, কারা পাচ্ছেন ছুটি?

বছরের মাঝামাঝি সময়ে সরকারি কর্মীদের জন্য সুখবর। জুন মাসে নির্ধারিত ছুটির বাইরে আরও এক দিনের ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। কোনও উৎসব কিংবা পার্বণ নয়, বরং গণতান্ত্রিক অধিকার চর্চার স্বার্থেই…

Avatar

বছরের মাঝামাঝি সময়ে সরকারি কর্মীদের জন্য সুখবর। জুন মাসে নির্ধারিত ছুটির বাইরে আরও এক দিনের ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। কোনও উৎসব কিংবা পার্বণ নয়, বরং গণতান্ত্রিক অধিকার চর্চার স্বার্থেই এই ছুটির আয়োজন। আগামী ১৯ জুন, ২০২৫ (বৃহস্পতিবার) নদীয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের (By-election) দিন ছুটি থাকবে সংশ্লিষ্ট এলাকায়।

এই অতিরিক্ত ছুটি ঘোষণার পিছনে রয়েছে নির্বাচন কমিশনের নির্দিষ্ট নির্দেশিকা। ২৫ মে, ২০২৫ তারিখে জারি হওয়া প্রেস নোট (নং ECI/PN/220/2025)-এর ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কারা পাবেন এই ছুটি?

নবান্নের তরফে জানানো হয়েছে, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সব সরকারি অফিস, প্রতিষ্ঠান, বোর্ড, কর্পোরেশন, স্থানীয় ও সংবিধিবদ্ধ সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৯ জুন। ছুটি ঘোষণা করা হয়েছে Negotiable Instruments Act, 1881-এর ২৫ নম্বর ধারা অনুযায়ী।

এছাড়াও, যে সমস্ত ভোটার এই কেন্দ্রের বাসিন্দা এবং ভোটার তালিকাভুক্ত, কিন্তু পেশাগত কারণে ওই কেন্দ্রের বাইরে কোনও সংস্থা বা প্রতিষ্ঠানে কর্মরত, তাঁদেরও ওই দিন সবেতন ছুটি (Paid Leave) দেওয়া হবে। এই ছুটি প্রদান করা হবে Representation of the People Act, 1951-এর ১৩৫বি(১) ধারা অনুযায়ী।

এমনকী, ঠিকা শ্রমিকরাও এই সুযোগের আওতায় আসবেন।

বিশেষ ছুটি পরের দিনও?

সরকারের তরফে স্পষ্ট করা হয়েছে, যদি ১৯ তারিখের ভোটগ্রহণ প্রক্রিয়া গভীর রাত পর্যন্ত চলে এবং পোলিং কর্মীদের ঘরে ফিরতে দেরি হয়, তাহলে ২০ জুন, ২০২৫ (শুক্রবার) দিনটিও বিশেষ ছুটি হিসাবে বিবেচিত হতে পারে। অর্থাৎ ভোটগ্রহণে যুক্ত কর্মীদের জন্য এই অতিরিক্ত ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ):

১. ১৯ জুনের ছুটি কি রাজ্যজুড়ে প্রযোজ্য?
না, এই ছুটি শুধুমাত্র নদীয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য প্রযোজ্য।

২. কোন কোন প্রতিষ্ঠান এই ছুটির আওতায় পড়বে?
সরকারি অফিস, বোর্ড, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় ও সংবিধিবদ্ধ সংস্থাগুলি এই ছুটির আওতায় থাকবে।

৩. যারা ওই কেন্দ্রের ভোটার, কিন্তু বাইরে কাজ করেন, তাঁদের কী সুবিধা মিলবে?
তাঁদেরও সবেতন ছুটি দেওয়া হবে, যাতে তাঁরা নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

৪. ভোটের পরদিনও কি ছুটি থাকবে?
প্রয়োজনে ২০ জুনও পোলিং অফিসারদের জন্য বিশেষ ছুটি দেওয়া হতে পারে।

৫. এই ছুটি কি বেসরকারি সংস্থার ক্ষেত্রেও প্রযোজ্য?
শুধুমাত্র সেই সংস্থাগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেখানে কালীগঞ্জ কেন্দ্রের ভোটাররা কর্মরত এবং ভোটার তালিকাভুক্ত।

About Author