Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উপমুখ্যমন্ত্রী পদে ফিরলেন অজিত পাওয়ার, মন্ত্রীত্ব পেলেন আদিত্য ঠাকরেও

উদ্ভব ঠাকরে নেতৃত্বাধীন মহারাষ্ট্রের মন্ত্রীসভায় মঙ্গলবার শপথ নিলেন ৩৬ জন মন্ত্রী। শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন উদ্ভব ঠাকরের ২৯ বছর বয়সী পুত্র আদিত্য ঠাকরেও। মহারাষ্ট্রের ইতিহাসে এই প্রথম বার মন্ত্রীসভায়…

Avatar

উদ্ভব ঠাকরে নেতৃত্বাধীন মহারাষ্ট্রের মন্ত্রীসভায় মঙ্গলবার শপথ নিলেন ৩৬ জন মন্ত্রী। শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন উদ্ভব ঠাকরের ২৯ বছর বয়সী পুত্র আদিত্য ঠাকরেও। মহারাষ্ট্রের ইতিহাসে এই প্রথম বার মন্ত্রীসভায় একসঙ্গে ঠাঁই পেলেন পিতা ও পুত্র।

ন্যাশনাল কংগ্রেস পার্টির সুপ্রিমো শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার এদিন উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। গত নভেম্বরে মাঝরাতে ক্ষমতা দখল করা তিন দিনের বিজেপি সরকার থেকে ইস্তফা দেওয়ার পর এক মাসের মধ্যে দ্বিতীয় বারের জন্য শপথ নিলেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ‘আসুন একত্রে হয়ে বিজেপিকে ছুড়ে ফেলি’, সিএএ বিরোধী সমাবেশে বললেন মমতা

৩৬ মন্ত্রীর মধ্যে ২৬ জনই ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন, বাকী ১০ জন সহযোগী মন্ত্রী হিসেবে শপথ নেন এদিন। বর্ধিত এই মন্ত্রীসভায় ৩ জন মহিলা মন্ত্রী হিসেবে শপথ নেন। তাদের মধ্যে দু জন ক্যাবিনেট মন্ত্রী। মন্ত্রীসভার এই তিন মহিলা সদস্য হলেন, কংগ্রেসের বর্ষা গায়কোয়াড় ও যশোমতী ঠাকুর এবং এনসিপির অদিতি টাটকারে।

নতুন এই মন্ত্রীসভায় চার জন মুসলিম সদস্য শপথ নেন। এরা হলেন, এনসিপির নবাব মালিক ও হাসান মুশারিফ, কংগ্রেসের আসলাম শেখ এবং শিবসেনার আব্দুল সাত্তার। কংগ্রেস বিধায়ক আব্দুল সাত্তার বিধানসভা ভোটের আগে শিবসেনাতে যোগ দেন।

আদিত্য ঠাকরের পাশাপাশি বর্ষীয়ান এনসিপি সাংসদ সুনীল টাটকারের কন্যা অদিতিও প্রথম বারের জন্য বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে মন্ত্রীসভায় স্থান করে নিলেন। পরবর্তী প্রজন্মের রাজনীতিবিদ হিসেবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের ছেলে অমিত দেশমুখ, বর্ষীয়ান কংগ্রেস নেতা একনাথ গায়কোয়াড়ের মেয়ে বর্ষা গায়কোয়াড় এবং প্রয়াত কংগ্রেস নেতা পাতঙ্গরাও কদমের ছেলে, দলের কার্যকরী সভাপতি বিশ্বজিৎ কদম মন্ত্রীসভায় স্থান পেয়েছেন।

About Author