পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার পুরুলিয়ায় সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে একটি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জনসাধারণকে একত্রিত হয়ে বিজেপিকে ছুঁড়ে ফেলার করার আবেদন করেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি সবাইকে একত্রিত হয়ে বিজেপিকে ছুঁড়ে ফেলার আহ্বান করছি।’
তিনি আরও বলেন যে, তিনি নিশ্চিত করবেন যে কাউকে যেন দেশ না ছাড়তে হয়। সভায় উপস্থিত জনগণকে তাদের নাম ভোটার তালিকায় উপস্থিত রয়েছে তা নিশ্চিত করতে বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি সকলকে অনুরোধ করতে চাই যে ভোটার তালিকায় কোনো ভুল ছাড়া আপনার নাম আছে কিনা তা নিশ্চিত হয়ে নিন। ‘সরকার এই পদক্ষেপ গ্রহণ করে এই আইন প্রত্যাহারের সিদ্ধান্ত না নেওয়ার পর্যন্ত তিনি প্রতিবাদ করে যাবেন।’ সম্মিলিত সমাবেশে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : দেশ জুড়ে বিক্ষোভের মধ্যেই CAA-র সমর্থনে ট্যুইটারে প্রচার শুরু প্রধানমন্ত্রীর
এদিকে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই আইনের সমর্থনে টুইটারে একটি প্রচার শুরু করেন। #IndiaSupportsCAA দিয়ে শুরু হয়েছে এই আইনের সমর্থনে প্রচার। এর আগে একটি টুইটে তিনি লিখেছিলেন, ‘সিএএ এর সাথে নিপীড়িত শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের সম্পর্ক, কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয়ে নয়।’
সংশোধিত নাগরিকত্ব আইনের লক্ষ্য পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলিম নির্যাতিত সংখ্যালঘুদের দ্রুত ভারতের নাগরিকত্ব দেওয়া। কিন্তু বিরোধীদের যুক্তি আইনটি বৈষম্যমূলক এবং ধর্মের ভিত্তিতে পক্ষপাতিত্ব করে।আইনটি পাশ হওয়ার পর থেকেই এই ইস্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের সূত্রপাত হয়।