Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Web Series: স্নেহার নতুন ওয়েব সিরিজ ঘাম ঝরাবে আপনার, রাতের বেলা একা দেখাই ভালো

ভিউয়ারদের উত্তেজনার পারদ আরও চড়াতে ফিরে এসেছে ‘চার্মসুখ’ সিরিজের নতুন পর্ব—‘চাওল হাউস ৩’। এক দিকে চাওলে বসবাসকারী মানুষের জীবনযাত্রা, অন্য দিকে সম্পর্কের টানাপোড়েন—সব মিলিয়ে এই ওয়েব সিরিজ আবারও হইচই ফেলে…

Avatar

ভিউয়ারদের উত্তেজনার পারদ আরও চড়াতে ফিরে এসেছে ‘চার্মসুখ’ সিরিজের নতুন পর্ব—‘চাওল হাউস ৩’। এক দিকে চাওলে বসবাসকারী মানুষের জীবনযাত্রা, অন্য দিকে সম্পর্কের টানাপোড়েন—সব মিলিয়ে এই ওয়েব সিরিজ আবারও হইচই ফেলে দিয়েছে অনলাইন প্ল্যাটফর্মে।

২০২২ সালের ১২ই আগস্ট উল্লু অ্যাপে মুক্তি পেয়েছে এই নতুন অধ্যায়। এর আগে মুক্তিপ্রাপ্ত দুইটি অধ্যায় বিপুল জনপ্রিয়তা অর্জন করায় নির্মাতারা এই তৃতীয় কিস্তি নিয়ে আসেন। এবারও কেন্দ্রে রয়েছে যৌনতা, সম্পর্কের জটিলতা এবং প্রলোভনের এক ঘনঘটায় ভরপুর গল্প।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই পর্বে মুখ্য চরিত্রে রয়েছেন স্নেহা পল ও অঙ্কিতা ডেভ। তাঁদের আগেও এই সিরিজে দেখা গিয়েছিল, আর এবার তাঁরা আবার একসঙ্গে পর্দা শাসন করছেন। দর্শকদের রসনা মেটাতে কোনও কমতি রাখেননি অভিনেত্রীরা—এটাই বলে দিচ্ছে তাঁদের সাহসী অভিনয়।

গল্পের আবহ তৈরি হয়েছে এক চাওল ঘিরে—যেখানে একই ছাদের নিচে বাস করেন বহু চরিত্র। তাদের জীবনের টানাপোড়েন, নিষিদ্ধ সম্পর্ক, গোপন আকাঙ্ক্ষা—এই সমস্ত উপাদান মিলিয়েই তৈরি হয়েছে ‘চাওল হাউস ৩’-এর বুনট। ঠিক আগের দুই কিস্তির মতোই এই সিরিজও দুঃসাহসিক দৃশ্য ও প্রাপ্তবয়স্ক বিষয়বস্তুর জন্য চর্চায় এসেছে।

উল্লুর ওয়েব সিরিজগুলির মধ্যে ‘চার্মসুখ’ একটি জনপ্রিয় নাম। মূলত প্রাপ্তবয়স্ক দর্শকদের লক্ষ্য করে তৈরি এই সিরিজের বিশেষত্ব হল সাহসী কনটেন্ট ও বাস্তবধর্মী চিত্রনাট্য। সেই ধারাবাহিকতায়ই ‘চাওল হাউস ৩’ আবার প্রমাণ করল—এমন সাহসী গল্প দর্শকদের মুগ্ধ করতেই জানে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

About Author