Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আশ্চর্য ফোন আনছে JIO, ইন্টারনেট ছাড়াই চলবে ফোন

রিলাইন্স জিও একটি নতুন ফিচার ফোন বার করছে। যা শুধুমাত্র কল করার জন্যই তৈরি হবে। ৯১ টি মোবাইল সেট চালু করা হচ্ছে। সংস্থাটি জিও ফোন লাইট নামে পরিচিত হতে চলেছে।…

Avatar

রিলাইন্স জিও একটি নতুন ফিচার ফোন বার করছে। যা শুধুমাত্র কল করার জন্যই তৈরি হবে। ৯১ টি মোবাইল সেট চালু করা হচ্ছে। সংস্থাটি জিও ফোন লাইট নামে পরিচিত হতে চলেছে। এই ফোনের একটি অন্যতম আশ্চর্য বিষয় হলো ইন্টারনেট ব্যবস্থা ছাড়াই এটি চালানো যাবে।

সূত্রের খবর অনুযায়ী, জিও ফোনের দাম থাকবে ৪০০ টাকা, কখনোই ৫০০ টাকার ওপরে যাবে না। ৫০০ টাকার মধ্যেই থাকবে। হ্যান্ডসেটের দাম হবে ৩৯৯ টাকা। ৫০ টাকা রিচার্জ করা যাবে ২৮ দিনের জন্য। জিওর যেকোনো ফোনে, ল্যান্ডলাইন গুলিতে সীমাহীন ফ্রি কল এর পাশাপাশি অন্যান্য নেটওয়ার্কগুলিতে কথা বলা যাবে। নিউমেরিক কি-প্যাড থাকবে এবং ইন্টারনেট ছাড়াই এটি চালনা করা যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : আকর্ষনীয় অফারের সাথে রিলায়েন্স জিওর সেরা পাঁচটি প্ল্যান ঘোষণা, দেখে নিন

জিও ফোনটি প্রত্যেকের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এর 4G কানেকশন গ্রাম থেকে গ্রামান্তরে প্রত্যেকটি মানুষকে সুবিধা দিয়েছে। তবে ফোনটি চালনা করতে গেলে লাগবে না কোন ইন্টারনেট ব্যবস্থা।

About Author