দেশজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও এখনও প্রায় ২৪০ মিলিয়ন ভারতীয় ব্যবহার করেন ফিচার ফোন। সেই বিপুল সংখ্যক মানুষের জন্য এবার এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে PhonePe। ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্টের সুবিধা পৌঁছে দেওয়া হবে সাধারণ ফিচার ফোন ব্যবহারকারীদের কাছে।
কী হচ্ছে এই নতুন প্রযুক্তি?
PhonePe সম্প্রতি Gupshup-এর তৈরি GSPay টেকনোলজি স্ট্যাক অধিগ্রহণ করেছে। এই প্রযুক্তির ভিতরেই রয়েছে NPCI-এর UPI 123PAY ফ্রেমওয়ার্ক। এর মাধ্যমেই ফিচার ফোনে চালু হতে চলেছে এক বিশেষ UPI অ্যাপ। এই অ্যাপে ইন্টারনেট ছাড়াই করা যাবে পিয়ার-টু-পিয়ার (P2P) ট্রান্সফার, QR স্ক্যান করে পেমেন্ট, এমনকি শুধুমাত্র মোবাইল নম্বর ব্যবহার করেও টাকা পাঠানো বা গ্রহণ করা যাবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকেন এত গুরুত্ব দিচ্ছে PhonePe?
বর্তমানে ভারতে প্রায় ২৪০ মিলিয়ন ফিচার ফোন ব্যবহারকারী রয়েছেন। অনুমান করা হচ্ছে, আগামী পাঁচ বছরে আরও ১৫০ মিলিয়ন ফিচার ফোন বাজারে আসবে। এত বিশাল সংখ্যক মানুষকে ডিজিটাল পেমেন্টের আওতায় আনাই PhonePe-র লক্ষ্য।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য আর্থিক পরিকাঠামোতে অন্তর্ভুক্তি বাড়ানো। স্মার্টফোন না থাকলেও যাতে ডিজিটাল পেমেন্টের সুবিধা পাওয়া যায়, সেজন্যই এই অফলাইন UPI সিস্টেম চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক কোয়ার্টারের মধ্যেই এই পরিষেবা লঞ্চ করা হবে।
সাধারণ মানুষের মনে যেসব প্রশ্ন উঠতে পারে:
ফিচার ফোনে কীভাবে UPI পেমেন্ট কাজ করবে?
— ফোনে ইন্টারনেট না থাকলেও নির্দিষ্ট ডায়াল কোড বা অ্যাপে ভয়েস বা বাটনের মাধ্যমে লেনদেন করা যাবে।
এই পরিষেবা ব্যবহার করতে কী স্মার্টফোন দরকার?
— না, একেবারে সাধারণ ফিচার ফোনেই এই পরিষেবা পাওয়া যাবে।
কী ধরনের লেনদেন করা যাবে?
— মোবাইল নম্বর ব্যবহার করে টাকা পাঠানো, QR স্ক্যান করে পেমেন্ট, এবং পিয়ার-টু-পিয়ার ট্রান্সফার।
এই পরিষেবা কবে থেকে শুরু হবে?
— আগামী কয়েক মাসের মধ্যেই পরিষেবাটি চালু হওয়ার সম্ভাবনা।
স্মার্টফোন ও ফিচার ফোনের মধ্যে কি টাকা আদান-প্রদান সম্ভব হবে?
— হ্যাঁ, সম্পূর্ণ ইন্টারঅপারেবিলিটি থাকবে, অর্থাৎ যে কেউ কারও সঙ্গে লেনদেন করতে পারবেন।
PhonePe-এর এই পদক্ষেপ এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে ভারতের ডিজিটাল লেনদেন ব্যবস্থায়। গ্রামীণ ও ইন্টারনেটবিহীন এলাকায় থাকা মানুষ এখন ডিজিটাল অর্থনীতির অংশ হতে পারবেন। এটিই হবে ভবিষ্যতের আর্থিক অন্তর্ভুক্তির অন্যতম পথ।