Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘সংবিধান ধ্বংস করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’, এনআরসি ও সিএএ নিয়ে তীব্র আক্রমণ ওয়েইসির

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), জাতীয় জনসংখ্যা পঞ্জিকরণ (এনপিআর) ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র নাম করে দেশে বিভাজন সৃষ্টি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এই অভিযোগ করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন এআইএমআইএম…

Avatar

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), জাতীয় জনসংখ্যা পঞ্জিকরণ (এনপিআর) ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র নাম করে দেশে বিভাজন সৃষ্টি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এই অভিযোগ করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, ‘মোদী দেশের সংবিধানকে ধ্বংস করতে বদ্ধপরিকর।’ এনআরসি, এনপিআর ও সিএএ নিয়ে প্রধানমন্ত্রী দেশের মানুষকে ভুল বোঝাচ্ছেন অভিযোগ করে প্রতিটি মানুষকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

দলীয় কর্মসূচি ‘সংবিধান বাঁচাও’ মিছিলে যোগ দিয়ে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এদিন বলেন, ‘সিএএ, এনপিআর ও এনআরসি নিয়ে দেশের মানুষকে ভুল বোঝাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিএএ, এনপিআর ও এনআরসি-র ভিত্তিতে আবারও একবার দেশভাগ করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’ সাধারণ মানুষকে প্রতিবাদে সামিল হওয়ার ডাক দিয়ে তিনি বলেন, ‘আজ যদি আমরা চুপ থাকি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের কৈফিয়ৎ দিতে হবে।’ এনপিআর ও এনআরসি-র মধ্যে বিশেষ কোন পার্থক্য নেই বলেও হায়দ্রাবাদের সাংসদ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : আজ মহারাষ্ট্রে মন্ত্রিসভা গঠন, উদ্ধব ঠাকরের পুত্র আদিত্যর চমকপ্রদ প্রবেশ

দীর্ঘদিন ধরে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া মুসলিমদের কাছ থেকে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার মোদী কে? প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদী, কেন আপনি মুসলিমদের সন্দেহ করেন? কেনই বা আপনি আমাদের দেশপ্রেম নিয়ে সন্দেহ করেন?’ প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন ছুঁড়ে দেন ওয়েইসি।

About Author