Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Jio-র নতুন ধামাকা প্ল্যান! রিচার্জ কম, সুবিধা বেশি, ডেটা, কল আর OTT সবকিছু একসাথে

দীর্ঘদিনের অপেক্ষার অবসান। এবার ৭৯৯ টাকার নতুন প্রিপেইড প্ল্যানে একাধিক সুবিধা নিয়ে এল Reliance Jio। দৈনিক ডেটা, আনলিমিটেড কলিং, এসএমএস এবং বিনোদনের অ্যাপ— সবকিছুই থাকছে এক প্ল্যানেই। এই নতুন রিচার্জ…

Avatar

দীর্ঘদিনের অপেক্ষার অবসান। এবার ৭৯৯ টাকার নতুন প্রিপেইড প্ল্যানে একাধিক সুবিধা নিয়ে এল Reliance Jio। দৈনিক ডেটা, আনলিমিটেড কলিং, এসএমএস এবং বিনোদনের অ্যাপ— সবকিছুই থাকছে এক প্ল্যানেই।

এই নতুন রিচার্জ প্ল্যানটি তৈরি করা হয়েছে এমন ব্যবহারকারীদের জন্য, যাঁরা সাশ্রয়ী মূল্যে দীর্ঘমেয়াদি পরিষেবা খোঁজেন। মোট ৮৪ দিনের বৈধতাসম্পন্ন এই প্ল্যানে দৈনিক ১.৫ জিবি ডেটা মিলবে, যার মোট পরিমাণ দাঁড়ায় ১২৬ জিবি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কী কী থাকছে এই প্ল্যানে?

  • প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, অর্থাৎ মোট ১২৬ জিবি

  • দৈনিক ১০০টি এসএমএস

  • আনলিমিটেড ভয়েস কলিং

  • দৈনিক ডেটা শেষ হয়ে গেলে ৬৪ কেবিপিএস গতিতে ইন্টারনেট চালু থাকবে

  • JioTV, JioCinema (standard), এবং JioCloud-এ বিনামূল্যে অ্যাক্সেস

  • যাঁদের ৫জি সাপোর্ট করা ডিভাইস ও ৫জি নেটওয়ার্ক রয়েছে, তাঁরা পেতে পারেন আনলিমিটেড ৫জি ডেটা

বর্তমানে ভারতের টেলিকম প্রতিযোগিতায় জিও-এর এই নতুন প্ল্যান বাজারে অন্য সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতা বাড়াতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। বিশেষ করে ৫জি পরিষেবা যুক্ত থাকায় এই প্ল্যান অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠবে বলে ধারণা।

প্রতি দিন এক নির্দিষ্ট পরিমাণ ডেটা ব্যবহারের মাধ্যমে যাঁরা দীর্ঘ সময় পর্যন্ত অনলাইন থাকতে চান, তাঁদের জন্য Jio-র এই নতুন প্ল্যান হতে পারে সেরা পছন্দ। বিশেষ করে, বিনামূল্যে ৫জি সুবিধা ও বিনোদন অ্যাপে অ্যাক্সেস এই প্ল্যানকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।

সাধারণ প্রশ্ন ও উত্তর (FAQ)

১. নতুন ৭৯৯ টাকার Jio প্ল্যানে কী ধরনের ডেটা সুবিধা মিলবে?
এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি করে হাই-স্পিড ডেটা দেওয়া হচ্ছে। দৈনিক সীমা পেরিয়ে গেলে গতি কমে হবে ৬৪ কেবিপিএস।

২. ৫জি সুবিধা কি সব গ্রাহকই পাবেন?
না, শুধুমাত্র যাঁদের ডিভাইস ৫জি সাপোর্ট করে এবং যাঁরা ৫জি-র আওতায় আছেন, তাঁরাই পাবেন আনলিমিটেড ৫জি ডেটা।

৩. কল এবং এসএমএস সুবিধা কেমন?
এতে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা থাকছে এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানো যাবে।

৪. বিনোদনের জন্য কী কী অ্যাপ ব্যবহার করা যাবে?
JioTV, JioCinema (standard), এবং JioCloud অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যাবে এই প্ল্যানে।

৫. এই প্ল্যানের মেয়াদ কতদিন?
এই প্ল্যান ৮৪ দিনের জন্য বৈধ।

About Author