এক মাসেই ২০০ কোটির ঘরে পৌঁছেছে। এবার সেই ব্লকবাস্টার সিনেমা দেখা যাবে ঘরে বসেই। মোহনলাল অভিনীত মালয়ালম থ্রিলার ‘থুদারুম’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। ২০২৫ সালের ২৫ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাওয়া এই ছবি ইতিমধ্যেই রেকর্ড গড়েছে বক্স অফিসে। কেরলে ₹১১৬ কোটি এবং বিশ্বজুড়ে ₹২৩২.২৫ কোটি রোজগার করেছে ‘থুদারুম’। মালয়ালম ছবির ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা। আর ২০২৫ সালের ভারতীয় সিনেমার তালিকায় চতুর্থ স্থান দখল করেছে।
মোহনলালের নতুন অবতার
ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মোহনলাল। তাঁর চরিত্রের নাম শানমুগম, যাঁকে সকলে “বেন্জ” নামেই চেনে। এক সময়ের স্টান্ট অ্যাসিস্ট্যান্ট এখন একজন ট্যাক্সিচালক। কিন্তু হঠাৎ এক পুলিশ কেসে তাঁর গাড়ি জড়িয়ে পড়ে, এবং সেখান থেকেই শুরু হয় থ্রিলার গল্পের মোড়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপরিচালনায় তরুণ মুখ, দৃঢ় নির্মাণ
‘থুদারুম’ পরিচালনা করেছেন তরুণ মূর্তি। চিত্রনাট্য রচনা করেছেন কেআর সুনীল ও পরিচালক নিজেই। প্রযোজনা করেছেন এম. রেঞ্জিত, রেজাপুত্রা ভিজ্যুয়াল মিডিয়ার ব্যানারে।
শবানা, ছবির অন্যতম মুখ্য নারী চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন।
ওটিটিতে কবে, কোথায় দেখা যাবে?
ছবিটি এখন আসছে ডিজিটাল স্ক্রিনে। ৩০ মে ২০২৫ থেকে শুধুমাত্র JioHotstar-এ দেখা যাবে ‘থুদারুম’। এই ছবিটি মালয়ালম ছাড়াও দেখা যাবে তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দিতে।
দর্শকদের জানার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন:
‘থুদারুম’ সিনেমার থিম কী ধরনের?
এটি একটি ক্রাইম থ্রিলার, যেখানে একজন ট্যাক্সিচালকের জীবনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার উপর ভিত্তি করে গল্প আবর্তিত হয়।এই ছবির বক্স অফিস রেকর্ড কী ছিল?
কেরলে ₹১১৬ কোটি এবং বিশ্বজুড়ে ₹২৩২.২৫ কোটি আয় করেছে ছবিটি, যা ২০২৫ সালের অন্যতম সেরা রোজগারকারী ছবি হিসেবে উঠে এসেছে।এই ছবির ওটিটি রিলিজ কবে?
৩০ মে ২০২৫-এ JioHotstar-এ ওটিটি প্রিমিয়ার হতে চলেছে।কোন কোন ভাষায় দেখা যাবে ছবিটি?
মালয়ালম, তামিল, তেলুগু, কন্নড় এবং হিন্দিতে এই সিনেমাটি স্ট্রিমিং হবে।পরিচালক ও প্রযোজক কে এই সিনেমার পিছনে?
তরুণ মূর্তি ছবিটি পরিচালনা করেছেন, প্রযোজক এম. রেঞ্জিত।