চেন্নাই সুপার কিংসের আইপিএল ২০২৫ অভিযান শেষ হয়েছে হতাশার সুরে, তবে শেষ ম্যাচে গুজরাট টাইটান্সকে হারিয়ে ৮৩ রানের জয় কিছুটা সান্ত্বনা দিয়েছে। এর মধ্যেই সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসেছে, ‘ধোনি কি আবার নামবেন আগামী মরশুমে?’
৪৩ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি স্পষ্ট করে কিছু না বললেও জানিয়েছেন, এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না তিনি। আইপিএল ২০২৫-এর পর প্রায় ছয় থেকে আট মাস সময় নিয়ে নিজের শারীরিক অবস্থা খতিয়ে দেখে তবেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। তাঁর কথায়, “ফিটনেস… বেঁচে আছে।” এ কথাই যেন ধোনির মনোভাব স্পষ্ট করে দিচ্ছে—চাপের মুখে তড়িঘড়ি কিছু বলার পক্ষপাতী নন তিনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowচেন্নাই সুপার কিংস এ বছর পয়েন্ট তালিকায় একেবারে নিচের দিকে থেকে আইপিএল অভিযান শেষ করেছে। তবে শেষ ম্যাচে গুজরাট টাইটান্সকে বড় ব্যবধানে হারিয়ে কিছুটা সম্মান রক্ষা হয়েছে দলের। এই ম্যাচেই ধোনিকে টসের সময় তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন করা হলে মজার ছলে বলেন, “সারভাইভিং।” সেই মন্তব্যেই ধরা পড়েছে তাঁর শরীর-মন দুইই যেন ক্লান্ত, কিন্তু হাল ছাড়েননি।
মরশুম শেষে ধোনি ফিরে যান তাঁর প্রিয় শহর রাঁচিতে। সেখানেই ধরা পড়ে আরেক ‘ক্যাপ্টেন কুল’-এর ছায়া—ভিনটেজ বাইক নিয়ে রাঁচির রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন প্রাক্তন এই অধিনায়ক। সেই ছবি এবং ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়। অনেকেই ভাবতে শুরু করেন, হয়তো এটাই ছিল ধোনির শেষ বাইক রাইড ‘অবসরের পর’।
তবে এখনও পর্যন্ত ধোনি নিজে অবসর ঘোষণা করেননি। বরং তাঁর শরীরের পরিস্থিতি বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিতই দিয়েছেন। এত বছর ধরে আইপিএলে একনাগাড়ে খেলার পর নিজের দেহকে একটু সময় দিতে চান তিনি।
ধোনির ভবিষ্যৎ নিয়ে তাই এখনই কোনও চূড়ান্ত কথা বলা যাচ্ছে না। তবে তাঁর এই থেমে যাওয়া নয়, ‘থেমে চিন্তা করা’র ভাবনা থেকেই বোঝা যাচ্ছে, ক্রিকেটার হিসেবে তাঁর যাত্রা শেষের দিকে হলেও ধোনির প্রভাব, তাঁর উপস্থিতি ও জনপ্রিয়তা এখনও আগের মতোই অটুট।