Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Weather Update: দক্ষিণবঙ্গে সপ্তাহজুড়ে প্রবল দুর্যোগ, কী বলছে আবহাওয়া দফতর?

সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে জলীয়বাষ্পের আধিক্যের কারণে এই…

Avatar

সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে জলীয়বাষ্পের আধিক্যের কারণে এই আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে।

কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। কোথাও কোথাও ৩০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। একইসঙ্গে বজ্রপাতের ঘটনাও বাড়তে পারে বলে জানানো হয়েছে। এই সময়ের মধ্যে তাপমাত্রা খানিকটা কমলেও আর্দ্রতার কারণে অস্বস্তি থেকেই যাবে। দিনের বেলা গরমের অনুভূতি বজায় থাকবে, তবে বিকেলের দিকে বৃষ্টি কিছুটা স্বস্তি দেবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আবহাওয়াবিদদের মতে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার এই দুর্যোগ আরও তীব্র হতে পারে। কৃষকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করা হয়েছে, যাতে তারা তাদের ফসলের বিশেষ যত্ন নেন এবং বজ্রবিদ্যুৎ থেকে নিজেদের নিরাপদ রাখেন।

মৌসুমি আবহাওয়ার এমন আচমকা পরিবর্তন স্বাভাবিক হলেও, এবারের পরিস্থিতি তুলনামূলক বেশি অনিশ্চিত। সামনের সপ্তাহে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেও ইঙ্গিত মিলছে। সতর্ক থাকতে বলা হয়েছে নদী, জলাশয়ের কাছে না যেতে এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও, সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে অপ্রয়োজনীয় বাহিরে না বেরোতে এবং আবহাওয়া আপডেটের উপর নজর রাখার জন্য।

About Author