Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ration Card Update: নতুন রেশন কার্ড নিয়ম, কারা পাবেন ফ্রি গম-চাল, কারা নয় – জেনে নিন

সরকার রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম চালু করেছে, যার ফলে এখন শুধুমাত্র নির্দিষ্ট যোগ্য ব্যক্তিরাই বিনামূল্যে গম, চাল, বাজরা ও লবণ পেতে পারবেন। এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো প্রকৃত দরিদ্র…

Avatar

সরকার রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম চালু করেছে, যার ফলে এখন শুধুমাত্র নির্দিষ্ট যোগ্য ব্যক্তিরাই বিনামূল্যে গম, চাল, বাজরা ও লবণ পেতে পারবেন। এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো প্রকৃত দরিদ্র ও প্রয়োজনীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া এবং ভুয়া কার্ডধারীদের বাদ দিয়ে প্রকৃত সুবিধাভোগীদের নির্বাচন করা।

নতুন নিয়ম অনুযায়ী, যারা অন্ত্যোদয় (AAY) কার্ডধারী, যাদের পরিবারের মাসিক আয় ₹১০,০০০-এর কম, যাদের পাকা ঘর নেই, বিধবা মহিলা, প্রতিবন্ধী ব্যক্তি অথবা গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিরা, আদিবাসী সম্প্রদায়ের সদস্য এবং যারা মনরেগার কাজ করেছেন গত তিন মাসে — তারা এই ফ্রি রেশন সুবিধার আওতায় পড়বেন। এছাড়াও ৬০ বছরের ঊর্ধ্বে বৃদ্ধ ব্যক্তিরা, যাদের কোনো স্থায়ী আয়ের উৎস নেই, তারাও এই সুবিধা পাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আগে সকল রেশন কার্ডধারীরা রেশন সুবিধা পেতেন। তবে এখন মাসিক আয়ের নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে এবং আধার ও ব্যাঙ্ক লিঙ্কিংয়ের মাধ্যমে ভুয়া কার্ডধারীদের আটকানো হবে। এই পরিবর্তনের মাধ্যমে সরকারি সংস্থানের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে এবং প্রকৃত উপকারভোগীদের জীবনমান উন্নত হবে।

আপনার নাম নতুন তালিকায় আছে কি না, তা জানতে রাজ্য সরকারের রেশন পোর্টালে গিয়ে রেশন কার্ড নম্বর দিয়ে লগইন করতে হবে এবং ‘নতুন উপকারভোগী তালিকা ২০২৫’ বিভাগে গিয়ে নিজের তথ্য যাচাই করতে হবে। নাম তালিকায় থাকলে আপনি ফ্রি রেশন সুবিধা পাবেন, না থাকলে পাবেন না।

নতুন এই নিয়ম সাধারণ মানুষের উপর সরাসরি প্রভাব ফেলবে। যারা প্রকৃতপক্ষে সহায়তার প্রয়োজন তাদের জন্য এটি একটি বড় স্বস্তি, কিন্তু যারা এতদিন অযোগ্যভাবে সুবিধা ভোগ করছিলেন, তাদের জন্য কঠিন সময় আসতে চলেছে।

About Author