Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আপনার স্ত্রী মাত্র ২০ বছরে কোটিপতি হতে পারেন, অ্যাকাউন্টে ১.৩৩ কোটি টাকা থাকবে, ঝুঁকি ছাড়াই দুর্দান্ত রিটার্ন পান

অনেকেই ভাবেন, কোটিপতি হওয়া মানেই বড় ব্যবসা, শেয়ার মার্কেট বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। কিন্তু বাস্তবে আপনি ও আপনার জীবনসঙ্গী যদি একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুসরণ করেন, তাহলে একেবারে ঝুঁকিহীনভাবে আগামী ২০ বছরে…

Avatar

অনেকেই ভাবেন, কোটিপতি হওয়া মানেই বড় ব্যবসা, শেয়ার মার্কেট বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। কিন্তু বাস্তবে আপনি ও আপনার জীবনসঙ্গী যদি একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুসরণ করেন, তাহলে একেবারে ঝুঁকিহীনভাবে আগামী ২০ বছরে ১ কোটি টাকা পর্যন্ত সঞ্চয় করা সম্ভব—তা-ও শুধুমাত্র PPF স্কিমের মাধ্যমে।

PPF বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড একটি সরকার অনুমোদিত সেভিংস স্কিম, যেখানে সুদের হার ৭.১% (বর্তমান হারে) এবং সুদ বার্ষিকভাবে চক্রবৃদ্ধি হয়। প্রতিটি ব্যক্তি বছরে সর্বোচ্চ ₹১.৫ লাখ পর্যন্ত এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ধরা যাক, আপনি ও আপনার স্ত্রী—দুজনেই নিজেদের নামে পৃথক PPF অ্যাকাউন্ট খুললেন এবং প্রত্যেকে বছরে ₹১.৫ লাখ করে জমা দিলেন। অর্থাৎ যৌথভাবে বছরে ₹৩ লাখ বিনিয়োগ। এখন যদি এই রকম ধারাবাহিকভাবে ২০ বছর ধরে আপনি বিনিয়োগ চালিয়ে যান, তাহলে আপনি ও আপনার জীবনসঙ্গী মিলিয়ে প্রায় ₹১ কোটি টাকার উপরে একটি ঝুঁকিমুক্ত সম্পদ গড়ে তুলতে পারবেন।

এই প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা হলো এর ট্যাক্স বেনিফিট। ধারা ৮০সি অনুযায়ী, আপনি বছরে ₹১.৫ লাখ পর্যন্ত করছাড় পেতে পারেন। তাছাড়া PPF-এ অর্জিত সুদ ও ম্যাচিউরিটি অ্যামাউন্ট সম্পূর্ণ ট্যাক্স-মুক্ত। এছাড়াও, PPF অ্যাকাউন্ট ১৫ বছর পর ৫ বছরের ব্লকে একাধিকবার বাড়ানো যায়। এই সুবিধার ফলে আপনি দীর্ঘমেয়াদীভাবে অর্থ গড়ে তুলতে পারেন, সম্পূর্ণ নিরাপদে। আজই শুরু করুন! আপনি আর আপনার জীবনসঙ্গী একসাথে পরিকল্পিত সেভিংস করলে, আগামী দুই দশকের মধ্যে নিশ্চিতভাবেই পেতে পারেন অর্থনৈতিক স্বাধীনতা।

About Author