Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Pushpa 2 The Rule TV premiere: আল্লু অর্জুনের রেকর্ডভাঙা ব্লকবাস্টার কখন, কোথায় দেখবেন? জানুন বিস্তারিত

আল্লু অর্জুন ও রাশমিকা মন্দান্না অভিনীত 'পুষ্পা ২: দ্য রুল' চলচ্চিত্রটি ২০২৪ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়ে বক্স অফিসে রেকর্ড গড়ে। থিয়েটারে সফল প্রদর্শনের পর, জানুয়ারি মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি…

Avatar

আল্লু অর্জুন ও রাশমিকা মন্দান্না অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ চলচ্চিত্রটি ২০২৪ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়ে বক্স অফিসে রেকর্ড গড়ে। থিয়েটারে সফল প্রদর্শনের পর, জানুয়ারি মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। এখন, চলচ্চিত্রটি টেলিভিশনে বিভিন্ন ভাষায় সম্প্রচারিত হতে যাচ্ছে।

টিভি প্রিমিয়ারের সময়সূচী:

  • তেলেগু সংস্করণ: ১৩ এপ্রিল, বিকেল ৫:৩০ টায় স্টার মা চ্যানেলে।

  • মালয়ালম সংস্করণ: ১৩ এপ্রিল, সন্ধ্যা ৬:৩০ টায় এশিয়ানেট চ্যানেলে।

  • কন্নড় সংস্করণ: ১৩ এপ্রিল, সন্ধ্যা ৭:০০ টায় কালার্স কন্নড় চ্যানেলে।

  • তামিল সংস্করণ: ১৪ এপ্রিল, দুপুর ৩:০০ টায় স্টার বিজয় চ্যানেলে।

হিন্দি সংস্করণের প্রিমিয়ারের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চলচ্চিত্রের সংক্ষিপ্তসার:

‘পুষ্পা ২: দ্য রুল’ হল ২০২১ সালের হিট চলচ্চিত্র ‘পুষ্পা: দ্য রাইজ’ এর সিক্যুয়েল। এই চলচ্চিত্রে পুষ্পা রাজ (আল্লু অর্জুন) নামক একজন দৈনিক মজুরের রেড স্যান্ডার্স চোরাচালানের সম্রাট হয়ে ওঠার গল্প দেখানো হয়েছে। তার স্ত্রী শ্রীভল্লি (রাশমিকা মন্দান্না) এবং পুলিশ অফিসার ভানওয়ার সিং শেখাওয়াত (ফাহাদ ফাসিল) এর সাথে তার সম্পর্কের জটিলতা এই পর্বে তুলে ধরা হয়েছে।

রেকর্ড ও সাফল্য:

চলচ্চিত্রটি বিশ্বব্যাপী প্রায় ১৮৭১ কোটি আয় করে ২০২৪ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রের মর্যাদা অর্জন করেছে এবং ‘দঙ্গল’ এর পর দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হিসেবে স্থান পেয়েছে। এটি ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ কে পেছনে ফেলে দিয়েছে এবং কোভিড-১৯ পরবর্তী সময়ে এমন সাফল্য অর্জনকারী প্রথম ভারতীয় চলচ্চিত্র।

About Author