শ্রেয়া চ্যাটার্জী : বাসের সিটের মধ্যে বসে আছে কালো একটি কুকুর। না সে একাইনয়, আশেপাশে আছে অন্যান্য প্যাসেঞ্জার, তার মালিক কিন্তু নেই সঙ্গে। কখনো সিটে বসে আবার কখনো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এদিকে বাস ছুটে চলেছে পার্কের দিকে, কারণ কুকুরটার গন্তব্যস্থল পার্ক। বাসে চড়ে পার্কে যায় আবার সেই বাসে চড়ে ফিরেও আসে। কিছুক্ষণ সিটে বসার পর সে জানে কখন তার পার্ক চলে এসছে, যেমনি এসে যায় অমনি নেমেও পড়ে বাস থেকে। শুনতে অদ্ভুত হলেও এমনটা সত্যি।
বাসের অন্যান্য প্যাসেঞ্জাররা আনন্দ উপভোগ করে। তবে তাদের এই কুকুরটি কিন্তু কোনোরকম জ্বালাতন করে না, মাঝে মাঝে তাদের পাশে বা তাদের মাঝখানে বসতেও তাকে দেখা গেছে। বাসের অন্যান্য প্যাসেঞ্জারদের বেশ পছন্দের হয়ে উঠেছে এই কুকুরটি। তারা তাকে বেশ ভালোবাসে। আর কুকুরটিও অন্যান্য প্যাসেঞ্জার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করে না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ভারতে তৈরি হল মোদী মন্দির, গড়লেন তামিলনাড়ুর এক কৃষক
এমনিতেই আমরা জানি কুকুর প্রভুভক্ত জীব। প্রভুকে সে কোনদিন ছেড়ে যায়না। এমন এক অদ্ভুত কুকুর যে প্রতিদিন নিজে নিজে একা একা বাসে চড়ে পার্কে যায়, এমন ঘটনা কিন্তু বেশ বিরল। তবে অদ্ভুত হলেও ঘটনাটি বেশ ভালো লাগারমত বিষয়।