Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘নিজেকে ফকির বললেও দু’লাখ টাকার চশমা পড়েন প্রধানমন্ত্রী’, মন্তব্য সিপিএম নেতা মহম্মদ সেলিম

বৃহস্পতিবার বছরের শেষ সূর্যগ্রহন দেখার জন্য সবার নজর ছিল আকাশের দিকে। সকলের মতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রয়োজনীয় সমস্ত উপকরণ নিয়ে সূর্য গ্রহন দেখার জন্য প্রতীক্ষারত ছিলেন। কিন্তু মেঘাচ্ছন্ন আকাশে সূর্য…

Avatar

বৃহস্পতিবার বছরের শেষ সূর্যগ্রহন দেখার জন্য সবার নজর ছিল আকাশের দিকে। সকলের মতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রয়োজনীয় সমস্ত উপকরণ নিয়ে সূর্য গ্রহন দেখার জন্য প্রতীক্ষারত ছিলেন। কিন্তু মেঘাচ্ছন্ন আকাশে সূর্য গ্রহণের দেখা মিলল না তার। সূর্য গ্রহণের লাইভ স্ট্রিমিং দেখেছেন তিনি এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এই ব্যাপারে অনেক কিছু জেনেছেন। সেই অভিজ্ঞতার কথা তিনি টুইটারে একাধিক ছবি পোস্টর মাধ্যমে জানিয়েছেন।

জার্মান ব্র্যান্ডের চশমা পড়ে সম্প্রতি মোদির একটি ছবি দেখে কয়েকজন নানা রকম ভাবে খোঁচা দিয়েছেন তাকে। এরমধ্যে রয়েছে কৌতুক অভিনেতা অতুল খাত্রি। তিনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছেন চশমাটি তিনি ফ্রিতে পেয়েছেন না নিজে কিনেছেন। সিপিএম নেতা মহম্মদ সেলিম বিদ্রুপে সুরে বলেছেন বেকারত্ব মূল্যবৃদ্ধি, জিডিপি হ্রাস এসব বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় না। সমস্যা থেকে দৃষ্টি ফিরিয়ে রাখতেই তিনি জার্মান ব্যান্ডের দুলাখের চশমা পড়েছেন। কিন্তু তাকেও পাল্টা উত্তর দিয়েছে মোদী ভক্তরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ‘আগুন নিয়ে খেলবেন না’, বিজেপিকে সতর্কবার্তা মমতার

তারা প্রাক্তন এই সাংসদককে দুমুখো বলায় মহম্মদ সেলিম দুমুখো শব্দবন্ধটি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রয়োগ করতে বলেন। কারণ মোদি নিজেকে ঝোলাহাটে ফকির বলেন অথচ তার চশমার দাম দু’লাখ টাকা।তাই তিনি প্রধানমন্ত্রীকে দুমুখো বলেছেন।

About Author