Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পয়লা বৈশাখের আগে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর! পেনশন প্রকল্পে নতুন নির্দেশিকা জারি

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট! নরেন্দ্র মোদী সরকার অবসরকালীন ‘ইউনিফায়েড পেনশন স্কিম’ (UPS)-এর নিয়মাবলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA) জানিয়েছে, চলতি বছরের ১…

Avatar

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট! নরেন্দ্র মোদী সরকার অবসরকালীন ‘ইউনিফায়েড পেনশন স্কিম’ (UPS)-এর নিয়মাবলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA) জানিয়েছে, চলতি বছরের ১ এপ্রিল থেকে এই নতুন পেনশন প্রকল্প কার্যকর হবে। আপাতত শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই এতে আবেদন করতে পারবেন।

কবে থেকে আবেদন করা যাবে?

১৯ মার্চ পিএফআরডিএ UPS সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। আগেই কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের কথা ঘোষণা করেছিল, তবে এবার তা কার্যকর হওয়ার চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ করা হলো। কর্মচারীদের ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে এতে বিনিয়োগের জন্য আবেদন করতে হবে। তবে যারা ছুটিতে থাকবেন এবং পরে কাজে যোগ দেবেন, তাঁদের ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। নতুন নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

UPS কীভাবে আলাদা?

বর্তমানে দেশে ওল্ড পেনশন স্কিম (OPS) এবং ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) চালু রয়েছে। নতুন UPS স্কিমে এই দুই প্রকল্পের বিভিন্ন সুবিধা একত্রিত করা হয়েছে, যার মূল উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন নিশ্চিত করা। অবসরের পর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

UPS-এ বিশেষ সুবিধা

– NPS-এর আওতায় থাকা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও এতে বিনিয়োগ করতে পারবেন।
– বিনিয়োগকারীর মৃত্যুর পর তাঁর স্বামী বা স্ত্রী এই পেনশন সুবিধা পাবেন।

নতুন নিয়মাবলি কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অবসরকালীন আর্থিক সুরক্ষা আরও মজবুত হবে।

About Author