Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সমুদ্র সৈকতে লাল বিকিনিতে মৌনী রায়, মুহুর্তের মধ্যে ছবি ভাইরাল

ক্রিসমাস মানেই উৎসবের মরসুম, বেড়ানোর আদর্শ সময়। ছুটি কাটানোর সময়। আর তাই ক্রিসমাসের আনন্দ থেকে বাদ যাচ্ছেনা বলিউডের সেলিব্রেটিরাও। আর পাঁচজন সেলিব্রেটির মতো বলিউডের বাঙালি মেয়ে মৌনীও বাদ গেলেন না।…

Avatar

ক্রিসমাস মানেই উৎসবের মরসুম, বেড়ানোর আদর্শ সময়। ছুটি কাটানোর সময়। আর তাই ক্রিসমাসের আনন্দ থেকে বাদ যাচ্ছেনা বলিউডের সেলিব্রেটিরাও। আর পাঁচজন সেলিব্রেটির মতো বলিউডের বাঙালি মেয়ে মৌনীও বাদ গেলেন না। মৌনী রায়কে এখন বলিউডের প্রথম সারির সেলিব্রেটিই বলা চলে। ২৫ শে ডিসেম্বরের দিনে বিচে লাল বিকিনি পরে ছবি দিয়ে তার ভক্তদের মনে ঝড় তুললেন মৌনী।

ক্রিসমাসের দিন অর্থাৎ ২৫ শে ডিসেম্বরেই নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন এই ছবি গুলি। পরনে লাল বিকিনি, চোখে সানগ্লাস পরে বিচে বালির মধ্যে এই ছবি পোস্ট করেছেন তিনি তার ইন্সটাগ্রাম প্রোফাইলে। স্বাভাবিকভাবেই ছবি পোস্টের সাথে সাথেই তার ভক্তদের মধ্যে ভাইরাল হয়ে যায় সেইসব ছবি। হুহু করে লাইক, কমেন্ট, শেয়ার হতে থাকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : আবারও মুশকিলের সম্মুখীন, নতুন বিতর্কে জড়াল দীপিকার ‘ছপাক’

পশ্চিমবঙ্গের কোচবিহারে বাড়ি মৌনী রায়ের। পড়াশোনা ছেড়ে অভিনয়ের শখ নিয়ে মুম্বাই পাড়ি দিয়েছিলেন তিনি। ছোটপর্দায় দাপটের সাথে অভিনয়ের পর তিনি এখন সিনেমাতেও চুটিয়ে অভিনয় করছেন। অক্ষয় কুমারের বিপক্ষে গোল্ড সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন, তারপর মেড ইন চায়নাতে রাজকুমার রাও এর বিপক্ষে তার অভিনয়ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতেও খুবই জনপ্রিয় মৌনী। তার ভক্তদের জন্য তিনি প্রায়ই ছবি, ভিডিও পোস্ট করতে থাকেন।

 

View this post on Instagram

 

Sometimes music makes me arch my back & dance the hell out even without a dance floor …. Beach day = happy happy

A post shared by mon (@imouniroy) on

About Author