Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কাল সূর্যগ্রহন, কখন, কোথায় এবং কীভাবে দেখবেন

২৬ শে ডিসেম্বর আংশিক ভারত বর্ষ এ দেখা যাবে এই সূর্যগ্রহণ। এই সূর্য গ্রহনের সময় ৮.২০ থেকে ১১.২৮ পর্যন্ত। জ্যোতিষ শাস্ত্রের কথা অনুযায়ী জানা যায়, এই গ্রহণ থেকে যারা 'রিং…

Avatar

২৬ শে ডিসেম্বর আংশিক ভারত বর্ষ এ দেখা যাবে এই সূর্যগ্রহণ। এই সূর্য গ্রহনের সময় ৮.২০ থেকে ১১.২৮ পর্যন্ত। জ্যোতিষ শাস্ত্রের কথা অনুযায়ী জানা যায়, এই গ্রহণ থেকে যারা ‘রিং অফ ফায়ার’ বলেছেন এটি দেখা যাবে দক্ষিণ ভারতের কিছু অংশে।

তবে আংশিকভাবে গ্রহণ শুরু হবে ৮টা থেকে। পুরোপুরি শুরু হবে ৯.০৬ থেকে এবং শেষ হবে ১২.২৯ পর্যন্ত। আংশিক গ্রহণ শেষ হয় হবে ১টা ৩৬ মিনিটে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে এমন সময় দেখা যাবে ভারতের ৯০% ব্যাঙ্গালোরেই, ৮৫% চেন্নাইয়ে, ৭৯ %মুম্বাইয়ে, ৪৫ % কলকাতা, ৪৫%দিল্লি ৪২%গুয়াহাটি ৭০%পোর্টব্লেয়ার, ৩৫%শিলচর।

আরও পড়ুন : কাল সূর্যগ্রহণ, সৌরবিজ্ঞানীদের কাছে একটি বিশেষ দিন

তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সূর্যগ্রহণ কে খালি চোখে দেখা দেখা উচিত না। অল্প সময়ের জন্য হলেও খালি চোখে দেখলে চোখের ক্ষতি হতে পারে। এমনকি অন্ধত্ব আসতে পারে। চাঁদ সূর্যকে পুরোটা ঢেকে ফেলার পরও এটি খালি চোখে দেখা উচিত না এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করেই সূর্যগ্রহণ দেখা যেতে পারে। অ্যালুমিনিয়াম মাইলার, আর অথবা ব্ল্যাক পলিমার ব্যবহার করলে চোখ অনেকটা রক্ষা পাবে। অথবা কেউ টেলিস্কোপ এর সাহায্যে ও দেখতে পারেন। সূর্য গ্রহনের সময় চাঁদ পুরোপুরি সূর্যকে যখন থেকে ফেলবে তখন সূর্যের চারপাশে একটি ‘আগুনের বলয়’ দেখা যাবে।

About Author