Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral : যেন মিঠুন চক্রবর্তীর নতুন সংস্করণ, ডিস্কো ডান্সার গানে অবিকল একই নাচ

ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন ভদ্রলোক মনের আনন্দে নাচছেন। তিনি একেবারে মিঠুন চক্রবর্তীর মতন করে নাচতে চেষ্টা করেছেন। তবে তার চেষ্টা কিন্তু বিফলে যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক…

Avatar

ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন ভদ্রলোক মনের আনন্দে নাচছেন। তিনি একেবারে মিঠুন চক্রবর্তীর মতন করে নাচতে চেষ্টা করেছেন। তবে তার চেষ্টা কিন্তু বিফলে যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষই এটা দেখেছেন এবং এটি একেবারে ভাইরাল হয়ে গেছে।

প্রতিভাকে বিকশিত করাটা আমাদের কর্তব্য। আমাদের উচিত এই সমস্ত ভিডিও কে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরো ভাইরাল করা যাতে শিল্পী তার যোগ্য সম্মান পায়। সব সময় যে বংশে শিল্প থাকলেই সেখানে শিল্পী জন্মাবে, এমনটা কিন্তু নাও হতে পারে। প্রবাদে কিন্তু বলাই আছে ‘পাঁকেই পদ্মফুল ফোটে’। তাই রক্তে শিল্প না থাকলেও, কোথাও থেকে কিন্তু শিল্পীর উৎপত্তি হতেই পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রতিভা যেকোনো ঘরেই হতে পারে, প্রতিভার কোন জাতপাত বা কোন ধর্ম হয় না। প্রতিভা দরিদ্র বা ধনী ব্যক্তি দেখে তার কাছে আসে না। গরীব বা বড়লোক সবার কাছেই প্রতিভা আসতে পারে। তার প্রমাণ পাই আমরা এই ভিডিওটিতে। ভিডিওটিতে ভদ্রলোক এমনভাবে নাচছেন দেখে মনে হচ্ছে একেবারে মিঠুন চক্রবর্তীর নাচ।

তবে তার কিন্তু কোনো প্রশিক্ষণ নেওয়া নেই। এমনি আনন্দের ছলে তিনি হাত-পা নাড়িয়ে নাচছেন। তবে তিনি যদি প্রশিক্ষিত হতেন তাহলে হয়তো আশা করাই যায় তিনি আরো ভালো শিল্পী হতে পারতেন। প্রশিক্ষিত না হওয়াতে তিনি এত সুন্দর নাচছেন, যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেওয়ার সাথে সাথেই এটি ভাইরাল হয়ে গেছে।

About Author