বেশ কিছু বছর আগে টেলিভিশনে মেগা সিরিয়ালে ললিতার চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। এরপর খুব বেশি কাজ না করলেও, যখনই পর্দায় ফিরেছেন সকলের মন ছুঁয়েছে তার অভিনয়। টেলিভিশনের পাশাপাশি, বলিউডের কাজও সমান ভাবে সামলেছেন তারকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
বছর শেষে বড়দিনের আমেজে একটা ছোট্ট বিরতি। তাই নিজের মত করে একদল মুখ ও বধির শিশুদের সঙ্গে কেক কেটে ক্রিসমাসের আনন্দে মেতে উঠলেন রিতাভরি।শেয়ার করেছে আনন্দে আত্মহারা শিশুদের একটি ভিডিও ও।