Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Shikkhasathi Scheme: শিক্ষার্থীদের জন্য বিশাল ঘোষণা, সমস্ত শিক্ষার্থীদের জন্য শিক্ষাসাথী প্রকল্প চালু করল সরকার

পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা সাথী প্রকল্প নিয়ে চলে এলো এটা বিরাট সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের সাশ্রয় মূল্যের নোটবুক সরবরাহ করা হতে চলেছে খুব শীঘ্রই। বই এবং নোটবুকের মতো…

Avatar

পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা সাথী প্রকল্প নিয়ে চলে এলো এটা বিরাট সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের সাশ্রয় মূল্যের নোটবুক সরবরাহ করা হতে চলেছে খুব শীঘ্রই। বই এবং নোটবুকের মতো স্কুল সরবরাহের ক্রমবর্ধমান দামের কারণে সৃষ্ট আর্থিক বোঝা লাঘব করার জন্যই এই নতুন পদ্ধতি চালু করেছে সরকার। শিক্ষা সাথী প্রকল্পটি বাজারের দলের থেকে অনেক কম দামে তিন ধরনের নোটবুক সরবরাহ করবে ছাত্র-ছাত্রীদের। পড়াশোনার উপকরণের ক্রমবর্ধমান দামের সাথে লড়াই করার ক্ষেত্রে পরিবার গুলির কাছে এটা একটা বড় স্বস্তি হতে পারে। অনেক পরিবারের জন্য এটা একটা বড় খবর কারণ এর ফলে অনেক সস্তায় খাতা এবং বই কিনতে পারা সম্ভব। ক্রিসমাসের সময় এই প্রকল্পটি ঘোষণা করা হয়েছিল এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিমধ্যেই প্রকল্পটি আনন্দ ছড়িয়েছে।

এই নোটবুকগুলি রাজ্যের ক্ষুদ্র ছোট এবং মাঝারি উদ্যোগ বিভাগ দ্বারা তৈরি করা হবে। এই নোটবুকে বিভিন্ন সরকারি প্রকল্প এবং তাদের সুবিধা সম্পর্কে তথ্য থাকবে। শিল্প বার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড এই নোটবুক মুদ্রণ করবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি যাতে উন্নত মানের খাতা তৈরি করা সম্ভব হয়, তার জন্য এই প্রেসের আধুনিকীকরণ হবে। এই নোটবুক নিয়মিত বাজার মূল্যের তুলনায় অনেক কম দামে বিক্রি করা হবে বলে জানা যাচ্ছে। দুই ধরনের ১০০ পৃষ্ঠার নোটবুক প্রতিটি ৭০ টাকায় পাওয়া যাবে। ৫০ পৃষ্ঠার নোট বুক আপনি পেয়ে যাবেন মাত্র ৩৭ টাকায়। এছাড়াও, প্রিমিয়াম মানের হবার পাশাপাশি এই নোটবুক আপনার জন্য হবে বেশ লাভজনক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমানে এই নোটবুক আপনারা পেয়ে যাবেন মঞ্জুষা স্টল, কনজিউমার কো-অপারেটিভ এবং সরকারি মেলায়। ভবিষ্যতে নোটবুকগুলিকে রেশন দোকানে সরবরাহ করা হবে। রেশন দোকানে উপলব্ধ হওয়ার ফলে জনসাধারণের কাছে এই সমস্ত খাতা আরও সহজলভ্য হয়ে উঠবে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই খাতার বিতরণের জন্য পরিকল্পনা করছেন ইতিমধ্যেই।

About Author