Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

NPR এর সাথে NRC’র কোনো সম্পর্ক নেই, জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার

নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলনের মাঝে পশ্চিমবঙ্গ ও কেরালা সরকার জাতীয় জনসংখ্যা পঞ্জীকরন (এনপিআর) সংক্রান্ত সমস্ত কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রেক্ষিতে মঙ্গলবার কেন্দ্রীয় সরকার এনপিআরের তথ্যের ভিত্তিতে…

Avatar

নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলনের মাঝে পশ্চিমবঙ্গ ও কেরালা সরকার জাতীয় জনসংখ্যা পঞ্জীকরন (এনপিআর) সংক্রান্ত সমস্ত কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রেক্ষিতে মঙ্গলবার কেন্দ্রীয় সরকার এনপিআরের তথ্যের ভিত্তিতে এনআরসি হওয়ার গুজবকে খারিজ করে দিয়েছে। এক অফিসিয়াল বিবৃতিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, “জাতীয় জনসংখ্যা পঞ্জীকরন (এনপিআর) এর মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এনআরসি হওয়ার কোনো সম্ভাবনা নেই।”

কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ‘এনআরসি হিসাবে এনপিআর এর তথ্য ব্যবহার করা হবে’ এই খবরে হেসেছিলেন। তিনি জোর দিয়ে বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার কখনও এজাতীয় দাবি করেনি এবং এই ধরণের বিভ্রান্তিমূলক খবর ছড়ানোর জন্য বিরোধীদের দায়ী করেছিলেন। প্ৰকাশ জাভাদেকর আরও বলেছিলেন যে, কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২১ সালের জাতীয় জনগণনা এবং জাতীয় জনসংখ্যা পঞ্জীকরন আপডেট করার অনুমোদন দিয়েছে। তিনি আরও স্পষ্ট করে বলেছিলেন যে, এনপিআর একটি সেল্ফ-ডিক্লারেশন যেখানে এর জন্য কোনও নথি বা বায়ো-মেট্রিক কিছুর প্রয়োজন নেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : এনপিআর কি? জেনে নিন এর সম্বন্ধে বিস্তারিত

উল্লেখ্য আসামে এনপিআর করা হবেনা, কারণ অসমে ইতিমধ্যেই এনআরসি চালু করা হয়েছে। ২০২০ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে অসম বাদে দেশের বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এনপিআর হবে। গত সপ্তাহের প্রথমদিকে, পশ্চিমবঙ্গ সরকার এনপিআর প্রস্তুতি ও আপডেট সংক্রান্ত সমস্ত কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণার পর কেরালা সরকারও একই পথ অনুসরণ করে।

About Author