Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দরিদ্রদের জন্য সবথেকে ভালো ও সস্তা প্ল্যান নিয়ে এলো Jio, জানুন এই প্ল্যানের ব্যাপারে সবকিছু

দেশের সুপরিচিত সংস্থা রিলায়েন্স জিও তার ব্যবহারকারীদের জন্য একটি খুব সস্তা নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে। এমন পরিস্থিতিতে, আপনিও যদি দামি রিচার্জ প্ল্যান নিয়ে বিরক্ত হয়ে থাকেন, তাহলে আপনি জিওর…

Avatar

দেশের সুপরিচিত সংস্থা রিলায়েন্স জিও তার ব্যবহারকারীদের জন্য একটি খুব সস্তা নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে। এমন পরিস্থিতিতে, আপনিও যদি দামি রিচার্জ প্ল্যান নিয়ে বিরক্ত হয়ে থাকেন, তাহলে আপনি জিওর এই রিচার্জ প্ল্যানের সুবিধা নিতে পারেন। রইলো Jio কোম্পানির এই রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত সম্পূর্ণ তথ্য।

রিলায়েন্স জিও ৩৩৬ দিনের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান লঞ্চ করলো

আপনাদের জানিয়ে রাখি, কিছুদিন আগেই তাদের রিচার্জ প্ল্যান দামি করেছে Jio কোম্পানি। এখন ব্যয়বহুল রিচার্জ প্ল্যানের কারণে, সবাই Jio কোম্পানি ছেড়ে BSNL কোম্পানিতে চলে যেতে শুরু করেছে। তাই এমন পরিস্থিতিতে, BSNL-এ যাওয়া ব্যবহারকারীদের ফিরিয়ে আনতে Jio কোম্পানি নতুন প্রস্তুতি নিচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, Jio কোম্পানি বাজারে একটি খুব সস্তা রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে, যার মধ্যে ব্যবহারকারীরা ৩৩৬ দিনের বৈধতা পান। জানিয়ে রাখি, Jio-এর এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীদের প্রতি মাসে মাত্র ১৫০ টাকা খরচ করতে হবে এবং তারা আনলিমিটেড কলিং ডেটা, ফ্রি রোমিংয়ের মতো সুবিধা পাবেন। Jio-এর এই প্রিপেড রিচার্জ প্ল্যানটি ১৮৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Jio ১৮৯৯ টাকার প্ল্যান

Jio কোম্পানির ওয়েবসাইট অনুসারে, Jio এই সস্তা রিচার্জ প্ল্যানটিকে তারা ভ্যালু বিভাগে রেখেছে। ১৮৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা ৩৩৬ দিনের বৈধতা পান, অর্থাৎ এখন জিও ব্যবহারকারীদের সিম ৩৩৬ দিনের জন্য চালু থাকবে। Jio-এর এই রিচার্জ প্ল্যানে, ব্যবহারকারীদের ভারত জুড়ে যে কোনও নেটওয়ার্কে সীমাহীন বিনামূল্যে কল করার অফার দেওয়া হয়। এছাড়াও, Jio-এর এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীদের ২৪ GB ডেটা দেওয়া হয়, যা ব্যবহারকারীরা সম্পূর্ণ বৈধতা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি ব্যবহারকারীদের যে কোনো সময় ৩৬০০টি বিনামূল্যের SMS এর সুবিধা দেওয়া হয়। আপনাদের জানিয়ে রাখি, অন্যান্য প্ল্যানের মতো, Jio-এর এই রিচার্জ প্ল্যানে, ব্যবহারকারীরা Jio TV, Jio Cinema এবং Jio ক্লাউড পাবেন।

Jio কোম্পানির আরও দুটি ভ্যালু প্ল্যান

এটি ছাড়াও Jio-এর আরও দুটি মূল্যের ৪৭৯ টাকা এবং ১৮৯ টাকার প্ল্যান রয়েছে। ৪৭৯ টাকার প্ল্যানে, ব্যবহারকারীদের ৮৪ দিনের বৈধতা দেওয়া হয়। সঙ্গেই এতে ব্যবহারকারীরা ৬ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। Jio-এর ১৮৯ টাকার রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা ২৮ দিনের বৈধতা পান। এছাড়াও এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিং এবং ২ GB ডেটা রয়েছে।

About Author
news-solid আরও পড়ুন