Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railways: ১২ ই জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত ৭২টি স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল, জেনে নিন তালিকা

আর কয়েকদিন পরেই শুরু হবে ইংরেজি নতুন বছর। জানুয়ারি মাস পড়তে না পড়তেই অনুষ্ঠিত হবে মকর সংক্রান্তি এবং সেই উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটবে বলে আশা। রাজ্যের বিভিন্ন…

Avatar

আর কয়েকদিন পরেই শুরু হবে ইংরেজি নতুন বছর। জানুয়ারি মাস পড়তে না পড়তেই অনুষ্ঠিত হবে মকর সংক্রান্তি এবং সেই উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটবে বলে আশা। রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই, ভিন রাজ্য থেকে প্রচুর মানুষ আসেন এই অনুষ্ঠানে। সেই কারণে বিশেষ ট্রেন পরিষেবা চালাবে ভারতীয় রেলওয়ে। আগামী ১২ই জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত ৭২টি স্পেশাল ট্রেন চালানো হবে ভারতীয় রেলে। তবে এই ট্রেনের তালিকা এখনও পর্যন্ত প্রকাশ করেনি রেল।

জানা যাচ্ছে আর কয়েক দিনের মধ্যেই এই তালিকা জানিয়ে দেওয়া হবে ভারতীয় রেলের তরফ থেকে। শিয়ালদা সাউথ প্রিন্সেপ ঘাট কাকদ্বীপ এবং নামখানা স্টেশনে মে আই হেল্প ইউ বুথ খোলা হবে ভারতীয় রেলের তরফ থেকে। এই সমস্ত স্টেশনে হেল্পলাইন নম্বর প্রদান করা হবে যাতে যাত্রীরা যেকোনো সময় জরুরী পরিষেবা পেতে পারেন। এছাড়াও, জরুরী পরিস্থিতিতে সাহায্য দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিছু ফোন নম্বর দেওয়া থাকবে, যেমন পুলিশ স্টেশন হাসপাতাল ফায়ার ব্রিগেড।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও গুরুত্বপূর্ণ স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টারের ব্যবস্থা রাখা হবে। কাকদ্বীপে পাঁচটি টিকিট কাউন্টার, নামখানায় পাঁচটি অতিরিক্ত টিকিট কাউন্টার রাখা হবে। এখানে ২৪ ঘন্টা কর্মী মোতায়েন থাকবে বলে জানিয়েছে ভারতীয় রেল। এছাড়াও শিয়ালদা কাকদ্বীপ এবং নামখানায় সুসজ্জিত মেডিকেল বুথ এবং অ্যাম্বুলেন্স ব্যবস্থা থাকবে। প্রতিটি স্টেশনে অতিরিক্ত শৌচালয়ের ব্যবস্থা করা হবে ভারতীয় রেলের তরফ থেকে। শিয়ালদহ কাকদ্বীপ এবং নামখানা স্টেশনের যাত্রীদের জন্য অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে। প্রতিটি স্পর্শকাতরস্থানে সিসিটিভি ক্যামেরা রাখা হবে এবং শিয়ালদহ এবং নামখানায় অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হবে। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, শিয়ালদহ স্টেশনে ২৮ টি এবং নামখানায় ২২ টি অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হবে।

About Author