Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ration Card: আর লাগবে না রেশন কার্ড, রেশন নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে, বদলে গেল নিয়ম

ভারত সরকার বর্তমানে ভারতের নাগরিকদের জন্য অনেকগুলি প্রকল্প চালিয়ে থাকে। মূলত নাগরিকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন রকম প্রকল্প তৈরি করে থাকে ভারত সরকার। খাদ্য নিরাপত্তা আইনের অধীনে কম দামে রেশন ভারতের…

Avatar

ভারত সরকার বর্তমানে ভারতের নাগরিকদের জন্য অনেকগুলি প্রকল্প চালিয়ে থাকে। মূলত নাগরিকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন রকম প্রকল্প তৈরি করে থাকে ভারত সরকার। খাদ্য নিরাপত্তা আইনের অধীনে কম দামে রেশন ভারতের সমস্ত মানুষকে সরবরাহ করে থাকে কেন্দ্রীয় সরকার। ভারতের অনেক রাজ্যে কম দামে কোটি কোটি মানুষকে রেশন দেওয়া হয় এবং এর জন্য সরকার কর্তৃক একটি বিশেষ কার্ড জারি করা হয়। তবে শুধুমাত্র রেশন নেওয়া নয়, এই একই কার্ড দেখিয়ে আপনারা একাধিক প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারেন। বর্তমানে রেশন কার্ডের নিয়ম কিছু পরিবর্তন করেছে ভারত সরকার। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক

কিভাবে রেশন কার্ড ছাড়া পাবেন রেশন?

শুধুমাত্র রেশন কার্ড ধারীরা জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে ভারত সরকারের দ্বারা পরিচালিত কম দামের রেশন প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারেন। রেশন ডিপোতে রেশন কার্ড দেখিয়ে গম এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। তবে এখন কিন্তু বিষয়টা পরিবর্তন হতে চলেছে। এখন কিন্তু আর রেশন কার্ড ধারীদের রেশন কার্ড দেখাতে হবে না ডিপোতে গিয়ে। বরং তারা মেরা রেশন ২.০ অ্যাপ ব্যবহার করে রেশন নিতে পারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিভাবে ব্যবহার করবেন এই অ্যাপ?

আপনি যদি রেশন কার্ডধারী হয়ে থাকেন তাহলে আপনাকে রেশন পাওয়ার জন্য মেরা রেশন ২.০ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। আপনারা গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। ইন্সটল করার পরে এই অ্যাপ আপনাকে ফোনে খুলতে হবে এবং সেখানে আপনাকে আপনার আধার কার্ড নম্বর দিয়ে লগইন করতে হবে। লগইন করার জন্য অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ফোন নম্বর লিংক করা থাকতে হবে কারণ এখানে একটা ওটিপি আসবে। Otp দিয়ে আপনাকে লগইন করতে হবে এবং তারপরে আপনি আপনার রেশন কার্ড দেখতে পাবেন। এটা দেখিয়ে আপনি রেশন এর সুবিধা গ্রহণ করতে পারবেন।

সরকারের উদ্দেশ্য

সরকার মূলত ডিজিটাল ইন্ডিয়ার প্রচার এবং রেশন বিতরণকে আরো স্বচ্ছ করার জন্য এই পরিবর্তন করেছে। পাশাপাশি এই প্রক্রিয়াটি কোন কাগজপত্র ছাড়া লোকেদের সুবিধা দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে চলেছে। এতে করে আপনি শুধুমাত্র আধার ভিত্তিক লগইন করে রেশন গ্রহণ করতে পারবেন এবং রেশনে জালিয়াতির সম্ভাবনা অনেকটা কমে যাবে।

About Author