Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Pushpa 2 Collection: সর্বোচ্চ আয়ের রেকর্ড ভাঙলো “পুষ্পা ২”, দেখে নিন সপ্তাহ শেষে কত টাকা আয় করলো

আল্লু অর্জুনের "পুষ্পা-২" রিলিজ হওয়ার পর থেকে প্রতিদিন ভাঙছে একের পর এক রেকর্ড। শুরুর দিনেই ১৭৪.৯৫ কোটি টাকা উপার্জন করে তাক লাগিয়ে দিয়েছিল সিনেমাটি। এরপর প্রত্যেকটি দিন একের পর এক…

Avatar

আল্লু অর্জুনের “পুষ্পা-২” রিলিজ হওয়ার পর থেকে প্রতিদিন ভাঙছে একের পর এক রেকর্ড। শুরুর দিনেই ১৭৪.৯৫ কোটি টাকা উপার্জন করে তাক লাগিয়ে দিয়েছিল সিনেমাটি। এরপর প্রত্যেকটি দিন একের পর এক রেকর্ড ভেঙেছে আল্লু অর্জুনের এই সিনেমা। আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে “পুষ্পা ২” সিনেমা ২০২৩-২৪ বছরে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় সেরা চারে প্রবেশ করেছে। এমনকি, প্রভাসের বহু আলোচিত কল্কি সিনেমার রেকর্ড ভেঙে ফেলেছে “পুষ্পা ২”।

আমরা আপনাদের বলি, ২০২১ সালে পুষ্পা সিনেমার প্রথম পর্ব রিলিজ হওয়ার পর থেকে সাধারণভাবেই মানুষের মনে দারুন উদ্বেগ ছিল। কি হবে এর দ্বিতীয় পর্বে, তা নিয়ে চিন্তার অন্ত ছিল না সিনেমাপ্রেমীদের। অবশেষে নানা জটিলতা কাটিয়ে চলতি মাসের ৫ তারিখে রিলিজ করা হয়েছে “পুষ্পা ২”। সিনেমাতে আল্লু অর্জুন, রশ্মিকা মানন্দার মত তারকাদের অভিনয় করতে দেখা গেছে। সুকুমার পরিচালিত অ্যাকশন-ড্রামা চলচ্চিত্রটি ২০২১ সালের ব্লকবাস্টার ‘পুষ্প: দ্য রাইজ’-এর সিক্যুয়াল।আপনারা নিশ্চয়ই জানেন, ২০২১ সালে পুষ্পা সিনেমার প্রথম পর্ব উপার্জনের দিক থেকে ছাড়িয়ে গিয়েছিল বলিউডের হাই-বাজেটের একাধিক সিনেমাকে। ফলে এর দ্বিতীয় পর্বেও আয়ের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে দেখা গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দেখে নিন, সপ্তাহ শেষে কত টাকা উপার্জন করল আল্লু অর্জুনের পুষ্পা ২

‘পুষ্প ২ দ্য রুল’ প্রথম দিনে ১৭৪.৯৫ কোটি টাকা দিয়ে পেড প্রিভিউ সহ দুর্দান্ত ওপেনিং করেছিল। ছবিটি দ্বিতীয় দিনে ৯৩.৮ কোটি টাকা, তৃতীয় দিনে ১১৯.২৫ কোটি টাকা এবং চতুর্থ দিনে ১৪১.০৫ কোটি টাকা আয় করেছে। পঞ্চম দিনে ‘পুষ্প ২’-এর সংগ্রহ ছিল ৬৪.৪৫ কোটি টাকা এবং ষষ্ঠ দিনে এটি আয় করেছে ৫১.৫৫ কোটি টাকা। এখন সপ্তম দিনে, ছবিটি ৪১ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ, সপ্তাহ শেষে পুষ্পা ২-র সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ৬৮৬ কোটি টাকা।

About Author