Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মহাভারতে দৌপদি হবেন দীপিকা, আর কৃষ্ণ হচ্ছেন কে?

কৌশিক পোল্ল্যে: ভারতবর্ষের সবচেয়ে বড় ও জটিল সম্পর্কের মহাকাব্য ‘মহাভারত’ নিয়ে সিনেমা তৈরির কথা ভেবেছেন অনেকেই। মাঝে শোনা গিয়েছিল আমির খান এই ছবিতে প্রযোজনার দায়িত্বে থাকবেন এবং অভিনয়ও করবেন। অনেকদিন…

Avatar

কৌশিক পোল্ল্যে: ভারতবর্ষের সবচেয়ে বড় ও জটিল সম্পর্কের মহাকাব্য ‘মহাভারত’ নিয়ে সিনেমা তৈরির কথা ভেবেছেন অনেকেই। মাঝে শোনা গিয়েছিল আমির খান এই ছবিতে প্রযোজনার দায়িত্বে থাকবেন এবং অভিনয়ও করবেন। অনেকদিন কেটে গেলেও এই প্রজেক্ট নিয়ে আর কোনো কথা হয়নি।

তারপরই হঠাৎ করে দীপিকা পাডুকোন সোশাল মিডিয়ায় জানিয়ে দেন, মহাভারত নিয়ে সিনেমা হবে যেটা তিনি আংশিক প্রযোজনা করবেন এবং তিনিই থাকবেন এই গল্পের মূল নায়িকা দৌপদির ভূমিকায়। দৌপদির চোখে মহাভারতদর্শন হবে ছবির মুখ্য বিষয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : এত বড় সম্মানের শিরোপা, তবুও এলেন না অমিতাভ বচ্চন

এবার জানা যাচ্ছে এই ছবিতে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করবেন ঋত্বিক রোশন। সূত্রের খবর অনুযায়ী, ছবির বাকি প্রযোজকরা এই চরিত্রে ঋত্বিককেই দেখতে চান এবং দু-পক্ষের মধ্যে কথাবার্তাও হয়ে গিয়েছে।

উভয় তরফে সব ঠিকঠাক থাকলে এটাই হবে দীপিকা ও ঋত্বিকের প্রথম ছবি। তাই স্বাভাবিকভাবে এটি বলিউডপ্রেমী মানুষদের কাছে একটি বড় সুখবর। দীপিকার ‘মহাভারত’ নিয়ে প্রত্যাশা তুঙ্গে, যদিও ছবির শ্যুটিং ডেট সহ অন্যান্য কাস্টিং কিছুই শুরু হয়নি। দীপিকা এখন ব্যস্ত তার বর্তমান ছবি ‘ছপাক’ নিয়ে যেটি এই জানুয়ারিতে মুক্তি পাচ্ছে।

About Author