বড়দিনে বৃষ্টি হওয়ার সাথে সাথেই জাঁকিয়ে শীত পড়তে পারে শুক্রবার থেকে। বড়দিনের খুশির আমেজে ঠান্ডা বাতাসের সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবং তারপরে শুক্রবার থেকে শীত আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। বড়দিনের যে সবসময় ঠান্ডাই থাকবে এমনটা কিন্তু নয়। ২০১৫ সালে শহরবাসী বড়দিনে পেয়েছিল উষ্ণ তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি।
গত বছর কলকাতায় এ বছরের তুলনায় বেশি শীত পড়েছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি।এ বছর তেমন ঠান্ডা পাচ্ছেনা শহরবাসী। গত সপ্তাহে তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি। কিন্তু সোমবার থেকে এসেই তাপমাত্রা বেড়ে হয় ১৪.৪ ডিগ্রি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : দেশ জুড়ে বিক্ষোভের মাঝেই, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উঠে এল চাঞ্চল্যকর সত্য
কুয়াশা যত বাড়ছে আকাশ মেঘলা হচ্ছে। আরব সাগরের দিকে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপের অক্ষরেখার ধাক্কায় মধ্য ভারতের বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের দিকে ধাবিত হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা সরছে পূর্বের দিকে। স্থলভাগে প্রচুর জলীয় বাষ্প ঢুকে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছালে বৃষ্টির মেঘ তৈরী হবে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনার পরেই আকাশ পরিষ্কার হওয়ার সাথে উত্তরে হাওয়া দাপট দেখাবে। যার ফলে কলকাতা তাপমাত্রা আরও কমবে এবং ঠান্ডা জমিয়ে উপভোগ করতে পারবেন শহরবাসী। বরফ পড়ার সম্ভাবনা রয়েছে সিকিম ও দার্জিলিং এর উঁচু অংশে।