Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গ্রাহকদের জন্য ‘২০২০ হ্যাপি নিউ ইয়ার অফার’ নিয়ে এল জিও

বছরের শেষে গ্রাহকদের জন্য সুখবর নিয়ে জিও রিলায়েন্স। নিউ ইয়ার অফারে দারুণ সুযোগ জিও গ্রাহকদের। রিচার্জ করলেই মিলবে এক বছর বিনামূল্যে কথা বলার সুবিধা। সঙ্গে রয়েছে ইন্টারনেট পরিষেবাও। পুরোটাই মিলবে…

Avatar

বছরের শেষে গ্রাহকদের জন্য সুখবর নিয়ে জিও রিলায়েন্স। নিউ ইয়ার অফারে দারুণ সুযোগ জিও গ্রাহকদের। রিচার্জ করলেই মিলবে এক বছর বিনামূল্যে কথা বলার সুবিধা। সঙ্গে রয়েছে ইন্টারনেট পরিষেবাও। পুরোটাই মিলবে বিনামূল্যে। এর জন্য অবশ্য গ্রাহককে দিতে হবে মাত্র ২০২০ টাকা। ২০২০ সালের সঙ্গে সাযুজ্য রেখে বছরের শুরুতেই এই ধামাকা অফার নিয়ে এসেছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও।

বিগত কয়েক মাস ধরে বারবার পরিবর্তিত হয়েছে জিও-র প্ল্যান। ৩৯৯-এর আনলিমিটেড কল ও ডাটা পরিষেবার পরিবর্তন ঘটেছে। অন্যান্য নেটওয়ার্কে কল করতে চার্জ বসেছে মিনিটে ৬ পয়সা। পরে ৪৪৪-এর নতুন প্ল্যান এসেছে জিও। নতুন প্ল্যানে মিলেছে ১০০০ মিনিট অন্যান্য নেটওয়ার্কে কলের সুবিধা। পরে সেই প্ল্যানেরও পরিবর্তন ঘটে। বেড়ে যায় সমস্ত প্ল্যানের দাম। জিও-র তরফে জানানো ট্রাই-এর নির্দেশ অনুসারেই এই পরিবর্তন এসেছে কোম্পানি। তবে গ্রাহকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে বারবার বিভিন্ন প্ল্যানের এমন দাম বেড়ে যাওয়ায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : বড়দিনের আগে তিনটি ধামাকা অফার আনল জিও

সেই ক্ষত কিছুটা হলেও মেরামত হবে এই জিও নববর্ষ অফারে। নতুন বছরে নিজের গ্রাহকদের তাই নতুন প্ল্যান উপহার দেওয়ার পরিকল্পনা নিয়েছে কোম্পানি। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য তাই সুবর্ণ সুযোগ, বছরে একবার রিচার্জ করে পেয়ে যাচ্ছে সারা বছর আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ও ভয়েস কল পরিষেবা। মাত্র ২০২০ টাকা মূল্যের এই নববর্ষ অফার রিচার্জ করলেই বছরভর মিলবে এই সুবিধা।

About Author
news-solid আরও পড়ুন