Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ration Card: ডিসেম্বর মাসে রেশন কার্ডে আসছে বড় পরিবর্তন, জেনে নিন আপনার পরিবার কত রেশন পাবে

ডিসেম্বর শুরু হবার সাথে সাথেই অনেকে রেশন নিয়ে চিন্তা শুরু করেছেন। এমন লোকজন যাদের দৈনন্দিন প্রয়োজনের জন্য রেশন প্রয়োজন হয়, তাদের জন্য আজকের রয়েছে একটা বড় খবর। পশ্চিমবঙ্গের সরকার রেশন…

Avatar

ডিসেম্বর শুরু হবার সাথে সাথেই অনেকে রেশন নিয়ে চিন্তা শুরু করেছেন। এমন লোকজন যাদের দৈনন্দিন প্রয়োজনের জন্য রেশন প্রয়োজন হয়, তাদের জন্য আজকের রয়েছে একটা বড় খবর। পশ্চিমবঙ্গের সরকার রেশন বিতরণে উল্লেখযোগ্য বেশ কিছু পরিবর্তণ নিয়ে আসতে চলেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ডিসেম্বর মাসে কোন কার্ডধারী কত রেশন পাবেন।

রেশন কার্ড এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। বিশেষত নিম্ন আয়ের পরিবারগুলির জন্য পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ বিভাগ প্রতি মাসে জনসাধারণকে রেশন কার্ডধারীরা যে পরিমাণ রেশন পাওয়ার অধিকারী তা সম্পর্কে অবহিত করে। তবে ডিসেম্বর মাসের জন্য বেশ কিছু বড় পরিবর্তন এসেছে। কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে অতিরিক্ত খাদ্য সামগ্রী দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। চলুন তাহলে জেনে নেওয়া যাক বিভিন্ন ধরনের রেশন কার্ড হোল্ডাররা কত কত রেশন পাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

AAY রেশন কার্ড

রাজ্যে সবচেয়ে দরিদ্র পরিবার গুলিকে AAY রেশন কার্ড জারি করা হয়। এই কার্ডধারীরা রাজ্যের খাদ্য বন্টন ব্যবস্থার একেবারে প্রাথমিক সুবিধাভোগী। ডিসেম্বরের জন্য বরাদ্দের মধ্যে রয়েছে তাদের জন্য প্রতি পরিবার পিছু ২১ কেজি চাল, ১৩.৩ কেজি আটা বা ১৪ কেজি গম, ১ কেজি চিনি।

SPH বা PHH রেশন কার্ড

মাঝারি আয়ের পরিবারগুলিকে রেশন পরিবেশন দপ্তর এই ধরনের কার্ড জারি করে থাকে। এদেরকে গম এবং আটা দুটোই দেওয়া হয় না। প্রাপ্যতার উপর নির্ভর করে এদের মধ্যে একটি পাওয়া যাবে। পাশাপাশি পরিমাণও কিছুটা কম। এদের জন্য প্রতি জন পিছু ২.৫ কেজি করে চাল এবং ১ কেজি ময়দা বা ২ কেজি গম বরাদ্দ রয়েছে।

RKSY – 1 ও RKSY – 2 রেশন কার্ড

রাজ্য খাদ্য নিরাপত্তা দপ্তরের এই রেশন কার্ড অনুযায়ী সর্বনিম্ন পরিমাণ খাদ্য সামগ্রী পান এরা। RKSY – 1 কার্ডধারীদের জন্য জনপ্রতি ৫ কেজি করে চাল এবং RKSY – 2 কার্ড ধারীদের জন্য প্রতি জন পিছু ২ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এছাড়াও জঙ্গলমহলের বাসিন্দা, এবং যারা জীবিকা নির্বাহের জন্য সরকারের উপরে নির্ভরশীল, তাদের জন্য অতিরিক্ত রেশন আইটেম পেয়ে যাবেন। এছাড়াও, পাহাড়ের বাসিন্দা, এবং চা বাগানের শ্রমিকরাও এই ধরনের সুবিধা পাবেন।

About Author