বাসে উঠে দেখছেন পকেটে খুচরা পয়সা নেই, কন্ডাক্টরের দিকে একটা বড় নোট এগিয়ে দিতেই তিনি বিরক্ত। কিন্তু সেখানে আপনার আর কোন উপায় নেই। এই সমস্যা থেকে এবারে মুক্তি পেতে চলেছেন সরকারি বাসের যাত্রীরা। রিপোর্ট অনুযায়ী এবারে যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে আপনারা বাসের টিকিট কাটতে পারবেন। ময়দান তাবু থেকে এই নতুন পদ্ধতির ব্যাপারে ঘোষণা করে দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। তার সঙ্গেই এই অ্যাপ ব্যবহার করে ফেরি সার্ভিসের টিকিট কাটা যাবে বলেও জানিয়েছেন তিনি। আপাতত এসি ৩৯, এসি ৫০ এ, এসি ৩৭ এ, ভি১, এস ১০, এস ২৩এ, এসি ২, এসি ৪৩, এসি ৪০ এ, এসি ২৩এ, ইবি ১২, এস ৬৬ এই বাসগুলির টিকিট কাটা যাবে যাত্রিসাথী অ্যাপের মাধ্যমে। আপাতত একটি পাইলট প্রকল্প হিসেবে এটা কার্যকর করা হচ্ছে।
কি করে কাজ করবে এই নতুন পদ্ধতি?
একই টিকিট কাটার পর সেটা আপনি মোবাইলে পেয়ে যাবেন। এখানে একটি কিউআর কোড থাকবে। এই কোড কন্ট্যাকটার কে দেখালে তিনি সেটা স্ক্যান করবেন এবং তাহলে তার মেশিন দিয়ে টিকিট প্রিন্ট হয়ে যাবে। কন্টাক্টার যাত্রির হাতে সেই টিকিট হস্তান্তর করতে পারবেন। অ্যাপে বেসরকারি বাসে তথ্য কেমন করে প্রবেশ করানো যায় সেটা নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছে সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, প্রতিটি বাস্তবে এবারে এলইডি স্ক্রিনে বাসের টাইম টেবিল দেখানো হবে। এখানে দাঁড়িয়ে যাত্রীটা দেখতে পাবেন কোন রুটের বাস কখন ওই স্টপেজে আসছে। সরকারি এবং বেসরকারি দুই বাসের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানা যাচ্ছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকলকাতার পাশাপাশি সল্টলেক এবং কে এম ডি এ এলাকায় প্রতিটি বাসস্টপে এই সময় সারণি বসানো হবে। জানানো হয়েছে যেখানে নির্দিষ্ট স্থায়ী বাস স্টপ নেই সেখানে পরিবহন দপ্তরের সঙ্গে কলকাতা পৌরসভা একত্রে বাস স্টপ নির্মাণ করবে। কলকাতা পৌরসভা যৌথভাবে বাস দাঁড়ানোর জায়গা কন্ট্রোল করবে। নির্দিষ্ট স্টপ ছাড়া যেখানে সেখানে বাস দাঁড়িয়ে গেলে, সেই বাসকে জরিমানা করা হবে। যাত্রী হাত দেখালেও সেখানে আর বাস দাঁড়াতে পারবে না। এলইডি স্ক্রিনের পাশাপাশি একটি অ্যাপের ব্যবস্থা করা হচ্ছে এবং সেখানে বাসের গতিবিধি দেখা যাবে। পথসাথী অ্যাপ আগেই ছিল। তবে এবারে যাত্রীসাথীও কাজ করবে বাস যাত্রীদের।