Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Best Mileage Bike: বাজাজ প্লাটিনা নাকি হোন্ডা শাইন, কোন বাইকে পাবেন বেশি মাইলেজ?

পেট্রোলের দাম এখন একেবারে আকাশ ছোঁয়া এবং সেই কারণে বেশিরভাগ মানুষ বাইক কেনার সময় এটা দেখে নেন যে সেই বাইক কতটা মাইলেজ দিতে পারে। ভারতের বাজারে এমন বহু বাইক আছে…

Avatar

পেট্রোলের দাম এখন একেবারে আকাশ ছোঁয়া এবং সেই কারণে বেশিরভাগ মানুষ বাইক কেনার সময় এটা দেখে নেন যে সেই বাইক কতটা মাইলেজ দিতে পারে। ভারতের বাজারে এমন বহু বাইক আছে যেগুলো কিন্তু প্রচুর মাইলেজ দিতে পারে। আর এই তালিকায় এমন অনেক বাইক রয়েছে যেগুলোর দাম অনেক কম। এই ধরনের বাইকে চালকের বা গ্রাহকের খরচ অনেক কম হয় তেলের ক্ষেত্রে। অল্প তেলে অনেকদূর যাওয়া যায় এই ধরনের বাইক চালাতে পারলে। ভারতের বাজারের মধ্যে এখন বাজাজ এবং হোন্ডা এই দুটি কোম্পানির বাইক সবথেকে বেশি বিক্রি হয়। একদিকে যেমন বাজাজ কোম্পানি বাজাজ প্লাটিনা রয়েছে, তেমনি কিন্তু রয়েছে হণ্ডা কোম্পানির হোন্ডা শাইন। এই দুটি বাইকের মধ্যে মাইলেজ কোন বাইকে বেশি পাওয়া যাবে?

বাজাজ প্লাটিনা ১০০

বাজাজ প্লাটিনা বাইকে আপনারা ১০২ সিসি-র একটি ইঞ্জিন পেয়ে যাবেন। এই ইঞ্জিন সর্বাধিক ৮.৩ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। সঙ্গেই ৭.৯ পিএস সর্বোচ্চ শক্তির উৎপন্ন হয়। এই বাইকের মোট ওজন ১১৭ কেজি এবং এখানে আপনারা পেয়ে যাবেন ড্রাম ব্রেক। এই বাইকে আপনারা ১১ লিটারের একটি ফুয়েল ট্যাংক পেয়ে যাবেন। এই বাইকে আপনারা ৭২ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ পেয়ে যাবেন, যা বলতে গেলে অনেকটাই বেশি

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হোন্ডা শাইন

এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি ১২৪ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিনের মাধ্যমে আপনারা ৭৫০০ আরপিএম গতিতে ৭.৩ কিলোওয়াট শক্তি এবং ৬০০০ আরপিএম গতিতে ১১ নিউটন মিটার টর্ক তৈরি করে। এই বাইকে আপনারা ৫৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পেয়ে যাবেন। সঙ্গে এই বাইকে রয়েছে ১০.৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। অর্থাৎ একবার তেল ভরলে আপনি ৫৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন।

About Author