আজকালকার দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট। বিশেষ করে বর্তমানে আট থেকে আশি সকলের পছন্দ ইউটিউব। বিনামূল্যেই এইখানে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায়। তবে আজকাল এই ইউটিউব দুনিয়াতে সবচেয়ে বেশি ট্রেন্ডি বিভিন্ন ভোজপুরি মিউজিক ভিডিও। বলিউডের পাশাপাশি আজকাল লাইম লাইটে আসছে ভোজপুরি ইন্ডাস্ট্রি। ইউটিউবে এক একটি ভোজপুরি মিউজিক ভিডিও বা সিনেমাতে কয়েক মিলিয়ন করে ভিউ থাকে। সংখ্যা দেখলেই আন্দাজ করে নেওয়া যায় যে কতটা জনপ্রিয় এই ইন্ডাস্ট্রি।
ভোজপুরি ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় তারকা হলেন দীনেশ লাল যাদব। তাঁকে সকলেই নিরাহুয়া নামে চেনেন। তিনি প্রচুর মিউজিক ভিডিও এবং সিনেমাতে কাজ করেছেন। ভোজপুরি ইন্ডাস্ট্রি গোটা ভারতের দর্শকদের কাছে জনপ্রিয়। অনেকেই অপেক্ষা করেন কবে তাদের প্রিয় তারকা নতুন মিউজিক ভিডিও নিয়ে আসতে চলেছে। আজকের এই প্রতিবেদনে নিরাহুয়ার এমনই এক মিউজিক ভিডিও সম্বন্ধে আপনাদের জানাবো যা ইউটিউব দুনিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি এই ভাইরাল ভিডিওতে নিরাহুয়ার সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন কাজল রাঘওয়ানি। এই গানের নাম, ‘হাম হ্যাঁ পিয়া জি কে পাতর‘। তাঁরা প্রকৃতির বুকে একে অপরকে জড়িয়ে ব্যাপক কায়দায় রোম্যান্স করেছেন। নায়িকার পরনে লাল ও বাসন্তী রংয়ের টাইট লেহেঙ্গা চোলি। অন্যদিকে লাল রংয়ের ঢিলেঢালা জামা পরিহিত অবস্থায় দেখা গেল নায়ককে। তাঁদের এমন রোম্যান্স দেখে আপনারাও মন ভালো হয়ে যাবে। এই ভিডিও ‘বিগ স্টার ভোজপুরী’ নামের একটি চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে। এটি ‘পাটনা সে পাকিস্তান’ ছবির গানের ভিডিওটি। এই ভিডিও এখন ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয়। আপনিও দেখতে চাইলে এখানেই দেখে নিন।